টেক নিউজনিউজ

মাত্র ৪ হাজার টাকায় কিনুন ২৯ হাজারের 5G স্মার্টফোন, এইভাবে তুলেনিন ফায়দা

এবার ২৯ হাজার টাকার স্মার্টফোন আপনি কিনতে পারবেন মাত্র ৪ হাজার টাকায়! কারণ, এমনই দুর্দান্ত অফার নিয়ে এসেছে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট। কীভাবে? আসুন তাহলে এই অফারটি সম্পর্কে জেনে নেওয়া যাক। বর্তমান সময়ে স্মার্টফোন সংস্থাগুলির রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। বিভিন্ন সংস্থার তরফ থেকে বিভিন্ন ফিচারের স্মার্টফোন নিয়ে আসা হয় গ্রাহকদের জন্য।

তবে অনেক সময় উন্নত ফিচারের কারণে সেগুলোর দাম অনেক বেশি থাকে। সেই কারণে ইচ্ছে থাকলেও এই ফোনগুলি কেনা সম্ভব হয় না। তবে ফ্লিপকার্ট এমন একটি অফার নিয়ে এসেছে যেখানে Vivo T1 Pro 5G ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র ৪ হাজার টাকায়। এই ফোনটির আসল দাম ২৮,৯৯০ টাকা এবং আপনি ১৭ শতাংশ ছাড়ে এটি ২৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

এছাড়া ইএমআই’তে ১০ শতাংশের উপর ছাড় রয়েছে। শুধু তাই নয় এতে রয়েছে এক্সচেঞ্জ অফারের সুবিধাও। যদি আপনি পুরনো কোনো স্মার্টফোনের সাথে এক্সচেঞ্জ করেন তাহলে ২০ হাজার টাকা ছাড় পেতে পারেন। তবে এই ছাড় অবশ্যই আপনার পুরনো স্মার্টফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

ফিচার: ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি + অ্যামোলেড ডিসপ্লে। ট্রিপল রিয়ার ক্যামেরাও। যার প্রাথমিক ক্যামেরা ৬৪ এমপি। এছাড়া ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। ফোনটির সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। দুটি রঙে এই ফোনটি পাওয়া যাবে, যেগুলি হলো টার্বো ব্ল্যাক এবং সিয়ান টাইড।