চাকরির সংবাদনিউজ

RPF Recruitment 2024: ভারতীয় রেলে প্রচুর SI নিয়োগের বিজ্ঞতি, জানুন বেতন-যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

Advertisement
Advertisement

Railway Ministry Recruitment 2024: ভারতীয় রেলে চাকরির সুযোগ (Railway Ministry Recruitment 2024)। সাব ইন্সপেক্টর পদে হবে নিয়োগ। ইতিমধ্যেই শুরু গিয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। এই পদে চাকরি পেলেই প্রত্যেক মাসে ন্যূনতম বেতন বাবদ মিলবে 35,400 টাকা। কারা করতে পারবেন আবেদন? শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বয়স সীমা সহ নানান খুঁটিনাটি তথ্য রইল এই প্রতিবেদনে।

Name Of The Post (যে পদে হবে নিয়োগ)-

খুব শীঘ্রই সাব ইন্সপেক্টর পদে একগুচ্ছ কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল।

Total Vacancies (মোট শূন্য পদ)-

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট 452 টি শূন্যপদের জন্য করা হবে নিয়োগ।

Eligibility (যোগ্যতা)-

ভারতীয় রেলের সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে হলে অবশ্যই চাকরিপ্রার্থীকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কেন্দ্র কিংবা রাজ্যের অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি অর্জন করতে পারলেই সাফ ইন্সপেক্টর পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।

Age Limit (বয়স সীমা)-

এই পদে আবেদন করার জন্য নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

Salary (বেতন পরিকাঠামো)-

ভারতীয় রেলের সাব ইন্সপেক্টর পদে যে সমস্ত চাকরিপ্রার্থীরা পাকাপাকিভাবে চাকরি পেয়ে যাবেন তারা প্রত্যেক মাসে ন্যূনতম বেতন বাবদ হাতে পাবেন 35,400 টাকা।

Last Date Of Application (আবেদন জমা দেওয়ার শেষ তারিখ)-

ইতিমধ্যেই এই পদে চাকরির জন্য আবেদন পত্র জমা দেওয়ার কাজ শুরু করে ফেলেছেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা। আগামী 14 মে পর্যন্ত আবেদন করা যাবে। এরপর আর কোনভাবেই গ্রহণ করা হবে না আবেদন পত্র।

Application Fee (আবেদন ফি)-

এই সংক্রান্ত তথ্য সেভাবে পাওয়া যায়নি ভারতীয় রেলের তরফে।

How To Apply (কীভাবে করা যাবে আবেদন)-

বাড়িতে বসে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।

অথবা সরাসরি ক্লিক করতে পারেন এই লিঙ্কে rpf.Indianrailways.gov.in

এখানেই খুঁটিনাটি সমস্ত তথ্য পেয়ে যাবেন চাকরি প্রার্থীরা।

আবেদনপত্র জমা করা যাবে অনলাইনে।

Related Articles