দেশনিউজ

Big News- দিল্লির মসজিদে একত্রিত হওয়া ১৭৫ জনের করোনা পরীক্ষা!

Advertisement
Advertisement

প্রীতম দাস :বর্তমানে দেশ ও দশের মাথা ব্যথার অন্যতম নাম করোনাভাইরাস। যার ফলে গোটা ভারতবর্ষ এখন গৃহবন্দী। যাতে এই ভাইরাস অধিক সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে তার জন্য সারাদেশের লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছে যা 14 ই এপ্রিল পর্যন্ত চলবে। এতো কিছু সত্বেও সারা দেশে প্রতিদিনই করো না ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত 1000 জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

এরই মধ্যে সূত্র মারফত জানা গেছে দিল্লিতে মসজিদের অনুষ্ঠানে যোগ দেয়া 175 জন ব্যক্তির শরীরে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। জানা যাচ্ছে মার্চের মাঝামাঝি সময়ে দিল্লির বাংলাওয়ালী মসজিদ এক বৃহৎ সমাগম হয়। সেখানে উপস্থিত অতিথিদের মধ্যে একজন করনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত সপ্তাহে শ্রীনগরে মারা যান। তিনি তার হোমটাউন কাশ্মীরে ফেরার আগে উত্তরপ্রদেশে গিয়েছিলেন। সেখানে উপস্থিত বাকি আগতদের মধ্যে 6 জন সৌদি আরব থেকে ও একজন ইন্দোনেশিয়া থেকে এসেছিলেন।

দেশে এই প্রথম একসঙ্গে একই জায়গায় থাকা এত জনের শরীরে করোনা পরীক্ষা করা হলো। সরকারি সূত্রে জানানো হয়েছে , অনুষ্ঠানে উপস্থিত আগতদের অনেকেই দেশের নানা প্রান্তে গিয়েছিলেন। শ্রীনগর , দিল্লিতে থাকা সেই সমস্ত ব্যক্তিদের শনাক্তকরণের চেষ্টা চলছে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles