দেশনিউজ

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শতাব্দী এক্সপ্রেস, চালকের তৎপরতায় বাঁচল যাত্রীদের প্রাণ

ঝাঁসি ও করারি স্টেশনের মাঝে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো দ্রুতগামী শতাব্দী এক্সপ্রেস। চালকের তৎপরতায় কোনোরকমে দুর্ঘটনা এড়ানো গেছে বলে রেল সূত্রের খবর।

জানা গিয়েছে, ০২০০১ হাবিবগঞ্জ-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস ঝাঁসি পার হলে হঠাৎই ইঞ্জিনের সঙ্গে বড়সড় কোনো বস্তুর আঘাত লাগার শব্দ পান চালক। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লোকো পরীক্ষক, ট্র্যাক পরীক্ষক ছুটে আসেন।

ঘটনার পরে রেল পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের পর জানা গেছে কোনো অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্র্যাকে তিন চারটি বড় পাথর রেখে দিয়ে গেছিল। ইঞ্জিনের সাথে সেগুলিরই ধাক্কা লাগার শব্দ পান চালক। এই দুর্ঘটনার ফলে বড়সড় ক্ষতি হতে পারতো। ইঞ্জিন বা কামরা লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকলেও সামলে নিয়েছেন চালক। ধাতব শব্দ পাওয়া মাত্রই ট্রেন থামিয়ে দেন চালক।

গতকাল সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এই ঘটনা ঘটে। রেল সূত্রে জানানো হয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Related Articles