আন্তর্জাতিকনিউজ

প্রধানমন্ত্রীর দায়িত্বে মাত্র ১৬ বছরের কিশোরী

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন এক দিনের জন্য নিজের দায়িত্ব তুলে দিয়েছিলেন ১৬ বছরের এক কিশোরীর হাতে।

Advertisement
Advertisement

বাস্তবের ঘটনা নিয়ে যেমন সিনেমা তৈরী হয়। ঠিক তেমনি সিনেমার ঘটনাও কিন্তু অনেক সময় বাস্তবে মাইল যায়। ঠিক এমনই এক ঘটনা ঘটল ফিনল্যান্ডে। ঠিক যেন বলিউড সিনেমা ‘নায়কের’ মত। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন এক দিনের জন্য নিজের দায়িত্ব তুলে দিয়েছিলেন ১৬ বছরের এক কিশোরীর হাতে। মূলত নারী অধিকার রক্ষা করা এই সংক্রান্ত প্রচার অভিযান দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবার জন্যই এই পদ্দক্ষেপ নেওয়া হয়েছিল।

১৬ বছরের ওই কিশোরীর নাম আভা মুরতো। সে দক্ষিণ ফিনল্যান্ডের ভাস্কাইয়ের বাসিন্দা। আভা পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করে। এক দিনের প্রধানমন্ত্রী হয়ে আভা খুব খুশি হয়েছেন। আভা সংবাদমাধ্যমকে জানিয়েছে এক দিনের প্রধানমন্ত্রী হয়ে দেশের আইনব্যবস্থা বিষয়ে নতুন জিনিস শিখেছে।

সে বলেছে যে মেয়েদের নিজেদের সিদ্ধান্ত নিজের নিতে হবে। প্রযুক্তির ব্যাপারে তারা ছেলেদের সঙ্গে পাল্লা দিতে পারে, এ কথাও মাথায় রাখার পরামর্শ দিয়েছে আভা। ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী ৩৪ বছর বয়সি সানা মারিন বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রপ্রধান।

Related Articles