খুব শীঘ্রই এবার ‘ইয়ামাহা’ সংস্থার তরফ থেকে আনা হতে চলেছে গ্রাহকমহলে সাড়া ফেলানো FZ-X’বাইকের নতুন সংস্করণ। আমরা সকলেই জানি যে এই সংস্থার পরীক্ষিত 150 সিসি প্ল্যাটফর্মের উপর তৈরি করা স্টাইলের প্রথম বাইক হল FZ-X-। বাইকটি লঞ্চ হওয়ার পরে সেটি ব্যাপক সাড়া ফেলেছিল গ্রাহকদের মাঝে। আর এবার তারই নতুন সংস্করণ আসতে চলেছে।
জানা গিয়েছে এই বাইকে বেশ কিছু ফিচারের পরিবর্তন হতে পারে। যেমন-
1. সিঙ্গেল চ্যানেল এবিএস-এর বদলে দেওয়া হতে পারে ডুয়েল চ্যানেল এবিএস। যা দেশের 150সিসি বাইকের মধ্যে প্রথম।
2. ফ্রন্ট টুত্রিন পিস্টন ক্যালিপার এবং নতুন কালার অপশন। বর্তমানে মূলত মেটালিক ব্লু, ম্যাট কপার এবং ম্যাট ব্ল্যাক এই তিনটি কালার অপশন রয়েছে।
তবে এসব পরিবর্তন ছাড়া অন্য আর কিছু পরিবর্তন হবে না এই বাইকে। আগের মতোই সেখানে থাকবে-
1. 149 সিসি ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ 12.2 বিএইচপি শক্তি এবং 13.3 এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে থাকছে 5 স্পিড গিয়ারবক্স। এএ সর্বোচ্চ গতিবেগ 115 কিমি/ঘন্টা।
দাম: ভারতের বাজারে এই বাইকের দাম থাকবে 1.40 লক্ষ টাকা।