সময়ের সাথে বাড়ছে ফোন ব্যবহার.. আর ফোন আসার পরে সবকিছুই হয়ে উঠেছে সহজলভ্য। টাকার ট্রানজেকশন হোক বা ব্যাঙ্কের বিভিন্ন কাজ সব হয়ে যাচ্ছে ফোনের মাধ্যমে। এককথায় ফোন যেন হয়ে উঠেছে মিনি ব্যাঙ্ক তবে সুবিধা যেমন আছে তেমনি কিন্তু রয়েছে অসুবিধা।বাড়ছে জালিয়াতি ঘটনাও। ভুয়ো অ্যাপের মাধ্যমে তথ্যচুরি এমনকি টাকা চুরির মত ঘটনা ঘটছে।
বিশেষত ম্যালওয়ারের মাধ্যমে ভুয়ো অ্যাপ স্মার্টফোন ইউজারদের কাছে পৌঁছে দিয়ে ব্যাংকের টাকা চুরির মত প্রবণতা শুরু হয়েছে। বর্তমানে এমন কিছু ভুয়ো অ্যাপ আছে যা ইউজারদের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকিং তথ্য স্ক্যামারদের কাছে পাঠাচ্ছে বলেই অভিযোগ। তাই এমন অবস্থায় নিজের তথ্য সুরক্ষিত রাখতে আগেই সাবধান হন।
সম্প্রতি ক্ষতিকারক ম্যালওয়ার সম্বলিত কিছু অ্যাপের নাম সামনে এসেছে দেখে নিন এগুলি আপনার ফোনে নেই তো! আর থাকলে এখনই আনইন্সটল করে ফেলুন।
এই পাঁচটি অ্যাপ হল-
File manager small, Lite
My Finances Tracker
Zetter Authentication
Codice Fiscale 2022
Recover Audio, Image & videos
নাম বদল করে থাকলেও এই অ্যাপগুলি কিন্তু আপনার ফোনের জন্য ক্ষতিকারক। আজকাল প্রত্যেকের ফোনের সাথে নিজের ব্যাংক একাউন্ট লিংক করা। তাই যদি আপনি নিজের ফোনকে সুরক্ষিত রাখতে চান, জালিয়াতি রুখতে চান তাহলে অবশ্যই এই অ্যাপগুলি ইন্সটল করা থাকলে অবিলম্বে ডিলিট করে দিন। না হলে ব্যাংকের তথ্য থেকে শুরু করে ব্যাংকের টাকা লোপাট করে নেওয়ার ঘটনা ঘটে যেতে পারে। এছাড়াও কোন অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই তার রেটিং রিভিউ এবং অন্যান্য বিবরণ পরীক্ষা করে তবেই ডাউনলোড করবেন।