টেক নিউজনিউজ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে Realme-র এই স্মার্টফোন কিনুন মাত্র ৯৯৯ টাকায়, এখানে দিচ্ছে দুর্দান্ত অফার

দু বছরের বেশি একটা ফোন ব্যবহার করতে এখন অনেকেই চাননা। আর কয়েক বছর পর পর ফোন পরিবর্তন করার জন্য অনেকেই বাজেট মূল্যের ফোন কিনতে চান সাথে আবার লক্ষ্য থাকে ভালো স্পেসিফিকেশন ক্যামেরা কোয়ালিটি। আপনিও যদি এই দলে পড়েন কিংবা নতুন ফোন কেনার প্রয়োজন পড়ে তাহলে একটা দুর্দান্ত খবর কারণ এই মুহূর্তে একটি ফোন আপনি পেয়ে যেতে পারেন মাত্র ৯৯৯ টাকায়।নিশ্চয়ই চমকে গেছে! কিন্তু এই অফার একেবারেই সত্যি।

এই মুহূর্তে ই-কমার্স সাইট flipkart এ খুব কম দামে পেয়ে যেতে পারেন Realme 10pro 5G. এর দাম ২০৯৯৯ টাকা হলেও সমস্ত অফারের লাভ উঠিয়ে মাত্র ৯৯৯ টাকায় ফোনটি আনতে পারেন আপনি।এই ফোনটির 6 gb ram 128gb storage ভ্যারিয়েন্ট এর দাম 20,999 টাকা অপরদিকে ৮gb র‍্যাম ১২৮ জিবি স্টোরেজ ভ‍্যারিয়েন্টের দাম 22,999 টাকা।

কিন্তু ফ্লিপকার্ট এ ফ্ল্যাট ডিসকাউন্টে এটি পেয়ে যাবেন ১৮৯৯৯ ও ১৯৯৯৯ টাকায়। এছাড়াও অ্যাক্সিস ব্যাংকের কার্ড ব্যবহার করলে মিলবে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড়া। সাথে থাকছে এক্সচেঞ্জ অফার যেটি পুরোটি ব্যবহার করতে পারলে ১৮ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু মিলবে। সব অফার সম্পূর্ণভাবে ব্যবহার করলে ফোনটি মিলবে ৯৯৯ টাকায়। এছাড়াও থাকছে ইএমআই অপশন। প্রতিমাসে মাত্র ৬৯৪ টাকা দিয়ে ফোনটি কিনে নিতে পারেন।

প্রসঙ্গত এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কোয়ার্ডকোর স্ন‍্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। ফটোগ্রাফির জন্য দেয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, দুই মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আর ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও ফোনটি 5000 mah 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত।