motorola একসময় বেশ বাজার দখল করেছিল এই সংস্থার ফোন। আর চলতি বছর নিজেদের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে মাঠে নেমেছে এই সংস্থা। শোনা যাচ্ছে এবার তারা লঞ্চ করতে চলেছে এক দুর্দান্ত ফোন। গত মাসের চিনা বাজারে মোটোরোলা Moto X40 নামের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে। আশা করা হচ্ছে MOTOROLA Edge 40 pro নামে এবার এটি শীঘ্র বিশ্ববাজারে আসতে চলেছে।
আসলে ডিভাইসটি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সার্টিফিকেসন ও বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে তা থেকেই ফোনটি লঞ্চের সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে একটি রিপোর্ট সামনে এসেছে যেখানে MOTOROLA Edge 40 pro এর ডিজাইন প্রকাশ করেছে যা নিশ্চিত করে এটি Moto X40 এর রিব্র্যান্ডের সংস্করণ হবে।
MOTOROLA Edge 40 pro- স্পেশিফিকেশন
রিপোর্ট অনুসারে ডিভাইসের ৬.৬৮ ইঞ্চির কার্ভড OLED ডিসপ্লে থাকবে যা ফুল এইচডি রেজোলিউশন, ১৬৫ হার্টজ refresh rate সাপোর্ট করবে। ফোনটিতে দেওয়া হয়েছে অত্যাধুনিক স্ন্যাপড্রাগল ৮ জেন যা ২ চিপসেট দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এতে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ইউনিট, ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।
সর্বোপরি সেলফির জন্য দেখা যাবে 60 মেগাপিক্সেলের সেন্সর। ফোনটিতে ৪৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার হতে চলেছে যা ১২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্ট করবে। জানা গেছে এতে কাস্টম অ্যান্ড্রয়েড ১৩ স্ক্রিন ব্যবহার হবে। আর ১২gb ram 256gb in built storage বিকল্পের সাথে আসবে। এর সম্ভাব্য দাম ধরা হচ্ছে। ৭৫ হাজার ৩৫০ টাকা।