টেক নিউজনিউজ

লো বাজেটে হাজির মারুতির নয়া মডেল, এই SUV গাড়ির ফিচারস জানলে কিনতে মন চাইবে

খুব শীঘ্রই এবার বাজারে আসতে চলেছে ‘Maruti Suzuki’র নতুন SUV গাড়ি ‘Fronx’। 2023’ এর ‘অটো এক্সপো’তে এই গাড়ি প্রদর্শন করেছিল সংস্থাটি। এরপর জানা যায় আগামী মার্চ মাস থেকে এই গাড়ির বিক্রি শুরু হবে। অনেকটা কুপ ডিজাইনের মতো দেখতে এই গাড়িটিতে রয়েছে নেক্সাওয়েভ গ্রিল এবং কালো রঙের নতুন ফ্রন্ট ফেসিয়া।

চালকদের সুবিধার জন্যই গাড়ির কেবিন লুকে থাকবে 9 ইঞ্চির ইনফোমেন্ট সিস্টেম। একইসাথে রয়েছে 360 ডিগ্রী ক্যামেরা, Android Auto, Apple CarPlay সাপোর্ট। নিরাপত্তার ক্ষেত্রে এটিতে দেওয়া হয়েছে 6টি এয়ারব্যাগ, ISOFIX চাইল্ড সিট, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড এসিস্ট, EBD-সহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

মূলত দুটি ইঞ্জিন ভেরিয়েন্টে মিলবে এই গাড়ি।

প্রথম ভেরিয়েন্টে থাকবে- 1 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। যা সর্বোচ্চ 99 bhp শক্তি এবং 147.6 NM টর্ক জেনারেট করে।

এই পেট্রোল ইঞ্জিন দুটি ট্রান্সমিশন বিকল্পের সাথে উপলব্ধ। একটিতে মিলবে 5 স্পিড ম্যানুয়াল এবং আরেকটিতে 6 স্পিড অটোমেটিক।

অন্য বিকল্পের মধ্যে মিলতে পারে- 1.2 লিটার ন্যাচারালি এস্পিরিটেড ইঞ্জিন। যা 88.5 bhp শক্তি এবং 113 NM টর্ক তৈরি করে।

এই ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল এবং 5 স্পিড অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশনের সুবিধা পাবেন গ্রাহকেরা।

তবে উভয় ইঞ্জিনই মাইল্ড হাইব্রিড প্রযুক্তির সাথে উপলব্ধ হবে।

দাম: বেস ভেরিয়েন্টের দাম 8 লক্ষ টাকা এবং টপ এন্ড ভেরিয়েন্টের দাম 11 লক্ষ টাকা।