'হিরো'কে টেক্কা দিতে এবার বাজারে আসতে চলেছে 'হোন্ডা' সংস্থার আরো একটি বাইক। আমরা সকলেই জানে যে দীর্ঘদিন ধরে ভারতের সর্বাধিক বিক্রিত বাইকের তালিকায় শীর্ষস্থানে রয়েছে 'হিরো স্প্লেন্ডার'। কারণ, কম খরচে আরামদায়ক অভিজ্ঞতার জন্য এই বাইকের জুড়ি মেলা ভার।
তবে সেই বাইককে চ্যালেঞ্জ জানিয়ে বাজারে এরকমই একটি বাইক আনতে চলেছে 'হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া'। চলতি বছরই তারা ১০০ সিসির সস্তার বাইক আনবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে সংস্থার সভাপতি এবং প্রধান কার্যনির্বাহী আধিকারিক আতসুশি ওগাটা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা অল্প দামে ১০০ সিসির বাইক লঞ্চ করবেন।
বর্তমান সময়ে এই সংস্থার জনপ্রিয় বাইকগুলি হলো 'Shine', 'SP 125' এবং 'Unicorn'। এই পোর্টফোলিওতে সবার নীচে রয়েছে 'CD 110'। দামের দিক দিয়ে সব থেকে সস্তা মডেল হলো এটি। যার দাম ৭১,০০০ টাকা (এক্স-শোরুম)। মনে করা হচ্ছে ১০০ সিসির নতুন বাইকটির স্থান এর নীচেই হবে।
নতুন বাইকটিতে জ্বালানি সাশ্রয়কারী ইঞ্জিন ব্যবহার করা হবে। তবে শুধু বাইকই নয় হোন্ডা সংস্থা নাকি ১২৫ সিসি স্কুটারেরও প্রস্তুতির কাজ চালাচ্ছে। যা সরাসরি চ্যালেঞ্জ জানাবে 'TVS Ntorq 125'কে।