মাত্র ৭ হাজার টাকায় বাড়িতে আনুন ব্র্যান্ড নিউ Bajaj Pulsar 125, এই বাম্পার সুযোগ হাতছাড়া করবেন না

Advertisement

সাম্প্রতিক কালে ভারতে গাড়ির বাজারে প্রতিটি কোম্পানির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। টু হুইলার সংস্থাগুলি রেষারেষি করে বাজারে আনছে নতুন নতুন মডেলের বাইক। তবে একটা সময় গ্রাহকদের পছন্দের বাইক ছিল বাজাজ পালসার। যার এখনো অব্দি সেল চালিয়ে যাচ্ছে কোম্পানি। তবে কোনো ব্যক্তি যদি এই বাজার পালসার বাইক কিনতে চান তাহলে এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ সহকারে পড়ুন।

Advertisements

বাজেট মূল্যের দিক থেকে জনপ্রিয়তা পায় বাজাজ কোম্পানি এই বাইক। এক সময় এই Bajaj কোম্পানির বাজাজ পালসার বাইক মন জয় করেছিল সকলের। এই কোম্পানির টু হুইলারগুলি কম মূল্যের হলেও তার ফিচার্স সহ লুক রয়েছে দুর্দান্ত। সাম্প্রতিক সময়ে এখনো অনেক রাইডার রয়েছেন যারা এই বাজার পালসার পছন্দ করেন।

Advertisements

বাজাজ পালসার ১২৫ সেগমেন্টের বাইকটিতে রয়েছে দুর্দান্ত ফিচার্স। এই বাইকে ইঞ্জিন দেওয়া হয়েছে ১২৪.৪ cc। একটি ৫ স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত এই ইঞ্জিন। এই ইঞ্জিনটি ১০.৮ Nm পিক টর্কের সাথে ১১.৬৪ Bhp পিক পাওয়ার তৈরি করতে সক্ষম। এই বাইকটিতে কোম্পানি অত্যন্ত উন্নত ব্রেকিং এবং সাসপেনশন সিস্টেম দিয়েছে।

তবে কেউ যদি এই বাজাজ ১২৫ কিনতে চান তাহলে ডাউন পেমেন্টে কিনতে পারবেন এই বাইক। কোম্পানি তাদের এই বাইকে অনবদ্য ফিন্যান্স অফার দিচ্ছে। ফলে মধ্যবিত্তরা ডাউন পেমেন্ট দিয়ে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে এই বাইক কিনে।

এক্স শোরুমে এই বাইকের মূল্য রয়েছে ৮১ হাজার টাকা। যা ডাউন পেমেন্ট হিসেবে ৭০০০ টাকা দিয়ে এই বাজাজ 125 কেনা যাবে। পরবর্তীতে ২, ৯৯৯ টাকার কিস্তি দিয়ে এই ঋণ পরিশোধ করা যাবে। তাই দুর্দান্ত সুযোগ রয়েছে স্বপ্ন পূরণের।

Related Articles