এবার মাত্র 11 হাজার টাকা দিলেই বাড়িতে নিয়ে আসতে পারবেন ‘রয়্যাল এনফিল্ড’এর একটি বাইক। কী অবাক হচ্ছেন তো? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই বলা যাক। অন্যতম জনপ্রিয় মোটরবাইক নির্মাণকারী সংস্থা হল ‘রয়্যাল এনফিল্ড’। বহু বছর ধরে বাজারে রাজত্ব করে আসছে এই সংস্থা। সময়ের সাথে সাথে নানান রকমের মডেল নিয়ে আসা হয় সংস্থার তরফ থেকে।
সম্প্রতি এবার জানা গিয়েছে মাত্র 11 হাজার টাকা দিলেই বাড়িতে নিয়ে যেতে পারেন ‘রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350’। আসলে ফাইন্যান্সের মাধ্যমে এই সুবিধা পেতে পারেন। কারণ, মোট মূল্যের 90 শতাংশ ফাইন্যান্স করার সুযোগ দিচ্ছে এই সংস্থা। প্রত্যেক মাসে 4,557 টাকা করে 60 মাস অর্থাৎ 5 বছর দিলেই এই বাইক বাড়ি নিয়ে যেতে পারবেন।
কারণ, এটির মূল্য 1,90,229 টাকা(এক্স শোরুম)। যেটা 6টি ভেরিয়েন্ট ও 15টি রঙে পাওয়া যাবে।
এই বাইকের ইঞ্জিন 349 cc BS6। যেখানে 20.2 bhp পাওয়ার ও 27 Nm টর্ক উৎপন্ন হবে। এছাড়া এতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস।
যেটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 13 লিটার এবং বাইকের ওজন 195 কেজি। 2021 সালে ‘রয়্যাল এনফিল্ড 350’ একেবারে নতুন লুকে লঞ্চ করা হয়েছিল।