টেক নিউজনিউজ

মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড ভয়েস কলের সুবিধা! জবরদস্ত প্ল্যান নিয়ে এল BSNL

ইতিমধ্যে আমরা পা দিয়ে ফেলেছি 5G বিশ্বে। ভারতের মেগাসিটিগুলিতে ইতিমধ‍্যে পৌঁছে গেছে 5G. ধারনা করা হচ্ছে খুব শীঘ্র দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে 5G পরিষেবা। তবে পৃথিবী বদলালেও BSNL রয়েছে নিজের জগতে। এখনো 3G তেই রয়েছে এই টেলিকম সংস্থা। তবে 5G না হলেও বাজারে টিকে থাকতে কিন্তু রিচার্জের দিক থেকে নিজেদেরকে সেরার সেরা প্রমাণ করে চলেছে BSNL.

নিজের জমি ধরে রাখতে বিভিন্ন জনপ্রিয় টেলিকম সংস্থা যেমন জিও ভোডাফোনকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক নতুন নতুন দুর্দান্ত সব প্ল্যান নিয়ে হাজির হয়েছে এই সংস্থা। আর সম্প্রতি ফের আরো এক দুর্দান্ত প্ল‍্যান নিয়ে হাজির হলো BSNL. দ্রুততম নেটওয়ার্কের না হোক সস্তাতম প্ল্যানে অন্যান্য জায়েন্ট টেলিকম সংস্থাকে মাত দিলো BSNL. সম্প্রতি তারা নিয়ে এলো ৯৯ টাকার একটি প্ল্যান-

যাদের ডেটার প্রয়োজন সেরকম হয় না কিন্তু কলের প্রয়োজন হয় তাদের জন্য সবথেকে সুবিধার প্ল‍্যান এটি। ১৮ দিনের ভ্যালিডিটি যুক্ত এই প্ল‍্যানে মিলবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। কেবল লোকাল নয় দিল্লি ও মুম্বাইয়ের ন্যাশনাল কলিং এর ক্ষেত্রেও মিলবে ওই সুবিধা। এটাই নয় এরকম আরো কয়েকটি ভয়েস ভাউচার প্ল্যান রয়েছে BSNL এর। যারা ফোনে কেবল কথা বলেন তাদের জন‍্য আদর্শ প্ল‍্যান এগুলি।

যেমন 99 এর মতোন ১১৮ টাকার প্ল্যান রিচার্জ করলে পাবেন 20 দিনের ভ‍্যালিডিটি। একইভাবে ১৮৪ টাকার জন্য ২৮ দিনের ভ‍্যালিডিটি। তবে এই দুটির ক্ষেত্রে অল্প পরিমাণ ডেটাও পাবেন। আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধার পাশাপাশি ১১৮ টাকার প্ল্যানে পাবেন 500mb data, 184 তে পাবেন 1GB Data.