প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এবার গিজারের উপর দুর্দান্ত অফার নিয়ে এসেছে জনপ্রিয ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন। সাধারণত বিভিন্ন উৎসব বা অনুষ্ঠান উপলক্ষ্যে এই ই-কমার্স সাইট থেকে নানান ধরনের অফার দেওয়া হয় গ্রাহকদের জন্য। সেরকমই এবার গিজারের ওপর ছাড় নিয়ে এসেছে তারা। আসলে শীতকাল মানেই আমাদের গরম জল প্রয়োজন হয়।
গ্যাসে জল গরম করার ক্ষেত্রে খরচ অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে কাজে আসে গিজার। যদিও শীতকালে এর দাম অনেকটাই বেশি। তবে আর চিন্তা নেই। কারণ, অ্যামাজনের তরফ থেকে অনেক কমদামে সেগুলি নিয়ে আসা হয়েছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন গিজারের উপর এই ছাড় দিচ্ছে অ্যামাজন।
Bajaj New Shakti Neo 15L: যদিও গিজারটির আসল দাম 13,150 টাকা। তবে সেলে গিজারটি 5,499 টাকায় পাওয়া যাচ্ছে। আপনি চাইলে এটিকে 263 টাকার ইএমআইতেও কিনতে পারবেন।
Crompton Amica 15L: এই গিজারটির আসল দাম 10,500 টাকা। তবে আপনি 320 টাকার ইএমআইতে এই গিজারটি 6,690 টাকায় কিনে নিতে পারবেন।
Hindware Atlantic Acero Neo 15L: এই গিজারটির আসল দাম 5,999 টাকা। তবে আপনি গিজারটি ছাড় সহ 4,769 টাকায় পেতে পারেন। শুধু তাই নয় আপনি এটি 199 টাকার ইএমআইতেও কিনতে পারবেন।