মাত্র ৬৫ হাজার টাকায় বাড়িতে আনুন Alto 800! এই সুযোগ হাতছাড়া করবেন না

বর্তমানে পরিবারের কথা ভেবে অনেকেই চার চাকা যুক্ত বড় গাড়ি কিনতে পছন্দ করেন। আর গাড়ির মধ্যে সবথেকে বেশি যে সংস্থার গাড়ি বেশি জনপ্রিয় তা হল মারুতি সুজুকি। এই সংস্থার গাড়িগুলি বাজারে ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি মাসে এই সংস্থা যে পরিমাণ গাড়ি বিক্রি করে তা দেখে অবাক হতে হয়৷ বাজেট মূল্যে ও বেশি মাইলেজ যুক্ত গাড়ি ক্রেতাদের কাছে প্রথম পছন্দ।
আর এই চাহিদা পূরণ করতে পারছে মারুতি সুজুকি। আর বাজেট মূল্য ও দ্রুত মাইলেজ যুক্ত গাড়ি বলতে তাই প্রথম পছন্দ মারুতি সুজুকি। এই সংস্থার একটি গাড়ি মারুতি সুজুকি Alto 800 ভালো মাইলেজ ও বাজেট মূল্যের মধ্যে অবস্থান করছে। এই গাড়িটি অনেকবার শ্রেষ্ঠ গাড়ি হিসেবে চিহ্নিত হয়েছে। এই গাড়িটি ক্রেতারা যদি শোরুম থেকে কিনতে চান তাহলে ৫.১৪ লক্ষ টাকা খরচ করতে হবে।
কিন্তু আপনার কাছে সেই বাজেট না থাকলে অনেক অনলাইন সংস্থা গাড়িটির পুরোনো মডেল বিক্রি করছে। খুব কম দামে আপনিও এই গাড়িটি কিনে আনতে পারেন বাড়িতে। গাড়িটির ২০০৯ মডেলটি OLX-এ তালিকাভুক্ত। গাড়িটি দিল্লিতে রেজিস্ট্রার করা রয়েছে। মাত্র ৬৫ হাজার টাকা দিয়ে এই গাড়িটি কিনে আনতে পারেন।
তবে এই গাড়িতে কোনো ফিন্যান্স প্ল্যান মিলবে না। তাই দেরি না করে হাতছাড়া হওয়ার আগে কিনে ফেলুন গাড়িটি।