Natu Natu, সুন্দর সাজে প্রাণবন্ত নাচ সুন্দরী কন্যার, প্রশংসায় নেটিজেনরা

Advertisement

সম্প্রতি এবার ‘নাটু নাটু’ গানে নেচে সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল হলেন এক নৃত্যশিল্পী! বর্তমান সময়ে ‘নাটু নাটু’ গানের জ্বরে কাবু গোটা ভারতবর্ষ। কারণ, কিছুদিন আগেই এই গান অস্কার এনে দিয়েছে ‘আরআরআর’ সিনেমার ঝুলিতে।

Advertisements

যার ফলে এই গানের জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গিয়েছে। এছাড়াও একাধিক পুরস্কার জিতে নিয়েছে এই গানটি।তাতেই এবার নেচে ভাইরাল হলেন জনপ্রিয় নৃত্যশিল্পী সোনামিকা। ভিডিওটিতে দেখা যাচ্ছে খোলা ছাদের মধ্যে সবুজ শাড়ি ও লাল ব্লাউজ পরে অসাধারণভাবে নৃত্য প্রদর্শন করছেন তিনি।

Advertisements

একইসাথে তার মানানসই মেকআপ, খোলাচুল ও লিপস্টিক ভীষণ সুন্দর করে তুলেছিল তাকে। তার এই নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।এই গানের সিগনেচার স্টেপ করতে দেখা গিয়েছে তাকে। যা দেখার পর এটাই স্পষ্ট যে নাচে তার সম্পূর্ণ প্রশিক্ষণ রয়েছে।

ভিডিওটি তিনি পোস্ট করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। যদিও সেটি সম্পূর্ণ ভিডিও নয় বরং রিল ভিডিওর আকারে পোস্ট করেছেন তিনি। তবে শর্ট ভিডিও হলেও কী হবে তার নাচের দক্ষতা তাতেই প্রকাশ পেয়েছে।

Related Articles