Knowledge : পিতা তার কন্যা জন্মানোর সময় এমন কি দেয়, যেটা সে বিয়ের সময় কেরে নেয়?

Advertisement

Knowledge : একাধিক চাকরির পরীক্ষা রয়েছে যেখানে দেখা যায় লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ নামক একটি অধ্যায় আসে। সেটি ওই পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করার অন্তিম ধাপ। আর এই ইন্টারভিউতে গোলমালনকরে ফেললেই মহা বিপদ। কারণ
অন্তিম ধাপে এসে ইন্টারভিউতে থমকে গেলে সেই চাকরি হয়ে যায় হাতছাড়া। কিন্তু আজকের প্রতিবেদনে এমন কিছু প্রশ্নোত্তর দেওয়া হল যা মাঝেমধ্যে পরীক্ষার ইন্টারভিউতে জিগ্যেস করা হয়ে থাকে।

Advertisements

পুরুষেরা লুকিয়ে রাখে কিন্তু নারীরা দেখায়, জানেন সেটি কি?

১. কোন প্রাণীর মাথায় হৃৎপিণ্ড থাকে?
উত্তর – কাঁকড়া।
২. কোন প্রাণী আহত হলে মানুষের মত কাঁদে?
উত্তর – ভাল্লুক।
৩. কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কের চেয়ে বড়?
উত্তর- উটপাখি।
৪. কোন জিনিসটি মৃত্যু পর্যন্ত আমাদের ছেড়ে যায় না?
উত্তর – অতীত।
৫. দেশের বৃহত্তম পাখি কোনটি?
উত্তর – সারস পাখি।
৬. ভারতের কোন রাজ্যটি তিন দিক দিয়ে বাংলাদেশ দ্বারা বেষ্টিত?
উত্তর – ত্রিপুরা।
৭. কোন প্রাণীর রক্তের রং সবুজ?
উত্তর – নিউ গিনি নামক গিরগিটির রক্তের রং সবুজ।
৮. দেশের কোন রাজ্যকে ভারতের কোহিনূর বলা হয়?
উত্তর – অন্ধ্রপ্রদেশ।
৯. শিরচ্ছেদ করার পরও কোন প্রাণী বেঁচে থাকতে পারে?
উত্তর – আরশোলা।
১০. সে ভিখারি নয় কিন্তু টাকা চায়, কে?
উত্তর – বাসের কন্ট্রাক্টর।
১১. কোন ঘরের দরজা বা জানালা নেই?
উত্তর – মাশরুম।
১২. এমন কোন জিনিস যা জ্বলে না, ডোবে না?
উত্তর – বরফ।
১৩. সমুদ্রে থাকে এবং রান্নাঘরেও থাকে, কী?
উত্তর – লবণ।
১৪. পেট্রোল পাম্পে কোন ধরনের পোশাক পরা উচিত নয়?
উত্তর – সিন্থেটিক।
১৫. কন্যা জন্মালে পিতা দেন আবার বিয়ের পর কেড়ে নেন, সেটি কী?
উত্তর – পদবী।

Advertisements

Related Articles