এমন কোন জিনিস যা মেয়েদের বিয়ের পর বেড়ে যায়? প্রায় অধিকাংশ মানুষই উত্তর দিতে পারেন নি

রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে থাকে। যেখানে একাধিক ধাপ পেরিয়ে বিভিন্ন দপ্তরে নিয়োজিত হন পরীক্ষার্থীরা। যেই তালিকায় থাকে প্রিলিমিনারি, মেইন্স এবং পার্সোনালিটি টেস্ট। আর এই সর্বশেষ ধাপটি নিয়েই ভীতির সৃষ্টি হয় পরীক্ষার্থীদের মনে। কারণ, সেখানে জ্ঞানের পাশাপাশি উপস্থিত বুদ্ধিরও পরীক্ষা নেওয়া হয়। যেসব প্রশ্ন রীতিমতো বিভ্রান্ত করতে পারে প্রার্থীদের। আজ আমরা সেরকমই কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।
১. এশিয়ার উষ্ণতম স্থানের নাম কী?
উঃ জেকোবাবাদ।
২. এশিয়া থেকে আফ্রিকাকে আলাদা করেছে কোন সাগর?
উঃ লোহিত সাগর।
৩. পৃথিবীর জনসংখ্যার কত শতাংশ মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে?
উঃ ৬০%।
৪. মৌর্যদের রাজধানীর নাম কী?
উঃ পাটলিপুত্র।
৫. সাধারণ সিভিলকোড প্রাপ্ত ভারতের একমাত্র রাজ্যের নাম কী?
উঃ গোয়া।
৬. কোন পর্বত এশিয়াকে ইউরোপ থেকে আলাদা করেছে?
উঃ ইউরাল পর্বত।
৭. বাংলা ভাষায় প্রচারিত প্রথম পত্রিকার নাম কী?
উঃ সমাচার দর্পণ
৮. কোন যুগকে বাংলার স্বর্ণযুগ বলা হয়?
উঃ পাল যুগ।
৯. ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায়?
উঃ মানস সরোবরের নিকট চেমায়ুং দুং হিমবাহ।
১০. সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী?
উঃ গৌতমীপুত্র সাতকর্ণী।
১১. পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমির নাম কী?
উঃ রাশিয়ার তৈগা বনভূমি।
১২. বিয়ের পর মেয়েদের কোন জিনিসটি বেড়ে যায়?
উঃ দায়িত্ব। (আসলে বিভ্রান্ত করার জন্য এরকম প্রশ্ন করা হয়।)