মাত্র ৬ লক্ষ টাকায় কিনুন Tata Nexon, রইল আপনার জন্য বেস্ট ডিল

Advertisement

মাত্র ৬ লাখ টাকায় Tata Nexon নিয়ে এসে করে ফেলুন স্বপ্ন পূরণ, রইল বেশ কিছু মডেলের তথ্য। গাড়ির বাজারে বেশ রেষারেষি চলছে বিভিন্ন সংস্থাগুলির মধ্যে। সকলেই বাজেট মূল্যে গাড়ি ক্রেতাদের জন্য নিয়ে আসছে বিভিন্ন SUV গাড়ি। তবে সেইসব গাড়ির মধ্যে সবচেয়ে কম মূল্যে রয়েছে টাটা মোটরসের Tata Nexon। কোনো গাড়ি ক্রেতার পকেটে যদি নতুন গাড়ি কেনার টাকা না থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই। কম বাজেটে করতে পারবেন স্বপ্ন পূরণ।

Advertisements

অর্থাৎ অনেক ব্যক্তির SUV গাড়ি চড়ার স্বপ্ন থাকে। কিন্তু পকেটে সেরকম মূল্য না থাকায় ব্যর্থ হন। তবে আর ব্যর্থতা নয়, ৬ লাখ টাকার কমেই পেয়ে যাবেন SUV টাটা নেক্সন। তবে নতুন নয়, কেনা যাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেই করতে পারবেন স্বপ্ন পূরণ। আজকের এই প্রতিবেদনে সেরকমই কয়েকটি টাটা নেক্সনের সেকেন্ড হ্যান্ড গাড়ি সম্পর্কে জানানো হবে। যা নথিভুক্ত রয়েছে Cars24 এর ওয়েবসাইটে। চলুন সেই গাড়িগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisements

Tata NEXON XZA+ 1.2 Dual Tone Automatic

২০১৮ সালের Tata Nexon-এর এই মডেলটি বিক্রির জন্য উপলব্ধ। এই গাড়িটির নম্বর UP-16 দিয়ে শুরু হয়। টাটা নেক্সনের এই গাড়িটি চলেছে ৭৫,৩৮২ কিমি। গাজিয়াবাদে এই গাড়ি বিক্রির জন্য উপলব্ধ। এই গাড়ির মূল্য রয়েছে ৬.৭২ লক্ষ টাকা।

Tata NEXON XM 1.2 Manual

সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে ২০১৮ সালের এই মডেলটিও বিক্রির জন্য উপলব্ধ। এই গাড়িটি সিরিয়াল নম্বর শুরু হয় DL-2C দিয়ে। মোট ৫৮,০০৮ কিমি চলেছে টাটা নেক্সনের এই গাড়ি। ফরিদাবাদে বিক্রির জন্য উপলব্ধ এটি। যার বর্তমানে একজন মালিক রয়েছে। পেট্রোল ইঞ্জিন যুক্ত গাড়ি এটি। মূল্য রয়েছে ৬.১৮ লক্ষ টাকা।

Tata NEXON XMA 1.5 Automatic

৬.১৮ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে টাটা নেক্সনের আরো একটি মডেল। ২০১৮ সালের এই মডেলটি ডিজেল চালিত। এই গাড়ির নম্বর শুরু হয় DL-8C দিয়ে। মোট ৯৪,০৪৬ কিমি চলেছে টাটা নেক্সনের এই গাড়িটি। এই গাড়ির একজন সিঙ্গল ওনারও রয়েছে। গুরুগ্রামে এই গাড়িটি বিক্রির জন্য উপলব্ধ।

Related Articles