স্টাইলিশ লুকের সাথে বাজার কাঁপাতে লঞ্চ করলো ‘Yamaha’-র এই সস্তা বাইক, দাম ও ফিচারস জানলে চমকে যাবেন

Advertisement

অটোমোবাইল দুনিয়ায় ‘Yamaha’ সংস্থার নাম অতিপরিচিত। জাপানের এই সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাইক এনে চমকে দেয় গ্রাহকদের। যার ফলে এই সংস্থার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। এবার জানা গিয়েছে খুব শীঘ্রই তারা তাদের অত্যন্ত জনপ্রিয় একটি বাইক ‘YZF-R15 V4’কে আপডেট করেছে। এতে একাধিক ফিচার যোগ করা হয়েছে।

Advertisements

বাইকটিতে মূলত একটি নতুন ‘ডার্ক নাইট’ কালার স্কিম দেওয়া হয়েছে। এছাড়া সেটি লাল, নীল এবং ইন্টেন্সিটি হোয়াইট রঙেও উপলব্ধ রয়েছে। মডেলটির দাম নির্ধারিত হয়েছে 1.82 লক্ষ টাকা। যার এক্স-শোরুম দাম হলো যথাক্রমে 1.81 লক্ষ, 1.82 লক্ষ এবং 1.86 লক্ষ টাকা।

Advertisements

ফিচার

বাইকটিতে একটি 155cc-র সিঙ্গেল-সিলিন্ডার, লিক্যুইড-কুলড ইঞ্জিন রয়েছে। যা 18.4bhp শক্তি এবং 14.2Nm টর্ক উৎপন্ন করে।

ট্রান্সমিশন ডিউটির জন্য অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচের পাশাপাশি 6-স্পিড গিয়ারবক্স উপলব্ধ রয়েছে।

বাইকটিতে 282 মিমি ফ্রন্ট ডিস্ক এবং 220 মিমি রিয়ার ডিস্ক ব্রেক রয়েছে।

এখানেই শেষ নয় এতে ডুয়াল-চ্যানেল ABS রয়েছে। পাশাপাশি, সাসপেনশন সেটআপে সামনের দিকে USD ফর্ক এবং পিছনে মনোশক থাকবে।

অন্যান্য বৈশিষ্ট্য দেখতে গেলে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল এলসিডি মিটার কনসোল, বাই-ফাংশনাল হেডলাইট, এলইডি পজিশন লাইট, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ ইত্যাদি।

Related Articles