নিউজখেলা

সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপে দেখতে পাবেন IPL 2023-এর লাইভ স্ট্রিমিং! দেখুন কি করতে হবে

আইপিএল প্রেমীদের জন্য সুখবর। জিও নিয়ে এল ফ্রিতে আইপিএলের লাইভ স্ট্রিমিং এর সুবিধা। জনপ্রিয় টেলিকম কোম্পানি জিওর একের পর এক সুপারহিট অফারে রীতিমতো আনন্দিত গ্রাহকেরা আর সাম্প্রতিক জিওর এক ধামাকা অফারে রীতিমতো আনন্দিত সকলেই। এবার থেকে ঘরে বসেই আইপিএল লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন আইপিএল প্রেমীরা, তাও আবার ফ্রিতে।

এবছর ফিফা ওয়ার্ল্ড কাপ বিনামূল্যে দেখা গিয়েছিল জিও সিনেমায়। সকলেই বিনামূল্যে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে ভিড় জমিয়েছিলেন জিও সিনেমায়। আর সম্প্রতি টি-টোয়েন্টি আইপিএল ২০২৩ সম্পূর্ণ বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ পাবেন গ্রাহকরা। জিওর নানা অফারের সাথে সাথে এই নতুন চমক প্রতিযোগিতায় ফেলেছে বাকি কোম্পানিগুলিকে। এর আগে স্টার কোম্পানির হটস্টারে আইপিএল খেলা দেখা যেত।

কিন্তু এবার জিও সিনেমা লাইভ স্ট্রিমিং এর প্ল্যাটফর্মে দরপত্র জিতেছে। যার কারণে এবার থেকে সকলে জিও সিনেমায় দেখতে পারবেন নিজের প্রিয় আইপিএল সম্পূর্ণ বিনামূল্য। জিওর তরফ থেকে জানানো হয়েছে মোট 11 টি ভাষায় লাইভ স্ট্রিমিং হবে আইপিএল। যার মধ্যে অন্যতম ভাষা গুলি হল ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল, কন্নড় প্রভৃতি। অতএব দর্শকেরা নিজেদের পছন্দের ভাষায় লাইভ স্ট্রিমিং ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

এ বছর আইপিএল ২০২৩ এর সঙ্গে যুক্ত হয়েছে দুটি মিডিয়া হাউস। আইপিএল ২০২৩ এর টিভি স্বত্ব রয়েছে স্টার স্পোর্টসের কাছে। অন্যদিকে অনলাইন লাইভ স্ট্রিমিং করা হবে Viacom18 এর জিও সিনেমা দ্বারা। সুতরাং এবার ২০২৩ এর আইপিএল আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। সম্পূর্ণ বিনামূল্যেই দেখতে পাবেন সমস্ত ম্যাচ অনলাইন লাইভ স্ট্রিম।