এমন কোন জিনিস যা ছেলেরা প্রতিদিন করে কিন্তু মেয়েরা একবার করে? উত্তর জানলে হাঁ হয়ে যাবেন

Advertisement

ইন্টারভিউ প্রশ্ন : বলুন তো কি এমন জিনিস রয়েছে যা মানুষের শরীরে হয় আবার গাছেও হয়? প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হয়। প্রত্যেক চাকরির পরীক্ষার অন্যতম পার্ট হলো এই ইন্টারভিউ। যেখানে প্রার্থীদের সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়।

Advertisements

শুধু সাধারণ জ্ঞান নয়, তাদের বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য মাঝেমধ্যে কিছু উদ্ভট প্রশ্ন করা হয়। যা ধাঁধার মতো। আর এই প্রশ্নের উত্তর দিতে রীতিমতো বেগ পেতে হয় প্রার্থীদের। বেশ চিন্তা ভাবনা করে দিতে হয় এইসব প্রশ্নের উত্তর। তবে উত্তর খুবই সহজ হয়।

Advertisements

এই প্রতিবেদনে সেরকমই বেশ কিছু প্রশ্ন সহ উত্তর আলোচনা করা হয়েছে। যা প্রার্থীদের জন্য বেশ উপযোগী। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই প্রশ্নসহ উত্তরগুলি।

১) প্রশ্ন- কোন পরীক্ষায় ফেল করলে সকল মানুষ খুশি হয়?
উত্তর- মারাত্মক কোনো রোগের পরীক্ষায় যদি ফল নেগেটিভ আসে তাহলে সকলেই খুশি হয়।
২) প্রশ্ন- ভারতবর্ষের কোন ব্যক্তিকে কখনোই গ্রেফতার করা যায় না?
উত্তর- রাষ্ট্রপতি।
৩) প্রশ্ন- এমন কোন জিনিস রয়েছে যা জলের মধ্যেও পুড়ে যেতে পারে?
উত্তর- সোডিয়াম।
৪) প্রশ্ন- পূর্বে কোন দেশ ‘সোনার পাখি’ হিসেবে পরিচিত ছিল?
উত্তর‐ ভারতবর্ষ।
৫) প্রশ্ন- ভারতবর্ষে একমাত্র বাঙালী রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর- প্রণব মুখার্জি।
৬) প্রশ্ন- এমন কোন ফল রয়েছে যার বীজ ফলের বাইরে থাকে?
উত্তর- স্ট্রবেরি।
৭) প্রশ্ন- পাইরোমিটার কি?
উত্তর- সূর্যের উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্রের নাম পাইরোমিটার।
৮) প্রশ্ন- কি কারনে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগ হয়?
উত্তর- রক্তে হিমোগ্লোবিনের অভাবে এই রোগ দেখা যায়।
৯) প্রশ্ন- কাকে ভারতের ‘লৌহ মানব’ বলা হয়?
উত্তর- সর্দার বল্লভ ভাই প্যাটেলকে।
১০) প্রশ্ন- কোন দেশের জাতীয় সংগীতে কোন শব্দ নেই, রয়েছে মিউজিক?
উত্তর- ইউরোপের দেশ স্পেনে।
১১) প্রশ্ন – কোন ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি নেই?
উত্তর- ১ টাকার নোটে।
১২) প্রশ্ন- একজন ভারতীয় খেলোয়ার শ্রেষ্ঠত্বের জন্য কোন পুরস্কার পেয়ে থাকেন?
উত্তর- অর্জুন পুরস্কার।
১৩) প্রশ্ন- এমন কোন খাবার রয়েছে যা বছরের পর বছর থাকলেও নষ্ট হয় না?
উত্তর- মধু।
১৪) প্রশ্ন- কি এমন জিনিস যা ছেলেরা প্রতিবার করে কিন্তু মেয়েরা জীবনে একবার করে?
উত্তর- শ্মশান যাত্রা। (ধর্মানুসারে মেয়েদের শ্মশান যাত্রা করা নিষেধ)
১৫) প্রশ্ন- বলুন তো কি এমন জিনিস রয়েছে যা মানুষের শরীরেও হয় আবার গাছেও হয়?
উত্তর- তিল।

Related Articles