নিউজদেশ

ভুলে যান বন্দে ভারত! এবার বাংলার মাটিতে ছুটবে ‘ধোঁয়াহীন’ হাইড্রোজেন ট্রেন

এশিয়া মহাদেশে চীনের পরে, বিশ্বের চীন ও জার্মানির পর ভারতের নতুন ইতিহাস গড়তে তৎপর ভারতীয় রেল। কয়েক মাস আগেই জার্মানিতে প্রথম হাইড্রোজেন চালিত সবুজ ট্রেন চালু করা হয়েছিল। এরপর একই পথে হেঁটেছে চীন, শোনা যাচ্ছে এবার খুব শীঘ্র ভারতেও “সবুজ ট্রেন” ছুটতে চলেছে। সম্প্রতি এমনই তথ্য সামনে এসেছে রেল মন্ত্রক সূত্র থেকে। চলতি বছরের শেষেই হাইড্রোজেন চালিত ট্রেন ভারতে দৌড়াবে বলে আশাবাদী ভারতীয় রেল। ইতিমধ্যে এই বিষয়ে সমস্ত কাজ যে দ্রুতগতিতে এ করছে তা নিশ্চিত করেছে রেলমন্ত্রী‌।

বর্তমানে পরিবেশ দূষণ কমাতে পরিবেশ বান্ধব ভেহিকেলকে গুরুত্ব দিচ্ছে সকলে। এইদিকে যেমন বাইক গাড়ি ইলেকট্রিক করার দিকে এগোচ্ছে বিশ্ব তেমন হাইড্রোজেনকে পরিবহন শিল্পে জীবাশ্ম জ্বালানির একটি শক্তিশালী প্রতিস্থাপন হিসেবে বর্তমানে দেখা হচ্ছে। আর তাই ভারতেও হাইড্রোজেন চালিত ট্রেন চালু করার পরিকল্পনা চলছে। এ ট্রেন চালু হওয়ার পেছনে লক্ষ্য দেশের গ্রিন এনার্জির উপর জোর দেওয়া।

সেক্ষেত্রে ধোয়াহীন হাইড্রোজেন ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জানা গিয়েছে সারা বিশ্বকে তাক লাগিয়ে চলতি বছরেই এই ট্রেনটির জোর কদমে সামনে আনার প্রস্তুতি নিচ্ছে সরকার। সব ঠিক থাকলে ২০২৩ সালে ডিসেম্বরের মধ্যেই এই ট্রেন চলা শুরু হবে।তবে এই ট্রেন বিভিন্ন হেরিটেজ সাইটেই চালানোর কথা হয়েছে। যেমন দার্জিলিং, হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা সিমলা।

দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর কথায় “রেল যে গো গ্রিন কর্মসূচি নিয়েছে তা সবার আগে চালু হবে হেরিটেজ রুটগুলিতে।” হাইড্রোজেন চালিত ট্রেন যেমন পরিবেশবান্ধব হয়ে উঠবে তেমনি এক্ষেত্রে বেঁচে যাবে ইলেকট্রিক বা ডিজেল চালিত ইঞ্জিনের খরচ।