নিউজদেশ

মাধ্যমিক পাশে হেড কনস্টেবল নিয়োগ, পুরুষ-মহিলা উভয়েই আবেদন করতে পারবেন

এবার মাধ্যমিক পাশ করলেই মিলবে কেন্দ্রীয় সরকারের চাকরি। কারণ, সম্প্রতি ‘বর্ডার সিকিউরিটি ফোর্স’এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে একগুচ্ছ চাকরির সুযোগ রয়েছে। ভারতবর্ষের যে কোনো রাজ্যের প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আসুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পদের নাম: Head Constable

মোট শূন্যপদ: 1,410টি। 1,343(পুরুষ), 67(মহিলা)।

বেতন: 21,700 থেকে 69,100 টাকা।

ট্রেডের নাম: Painter, Plumber, Cobbler, Tailor, Electrician, Pump Operator, Upholster, Droughtsman, Tin Smith, Cook, Water Carrier, Sweeper, Barber, Washerman, Waiter, Butcher, Mali, Khoji

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং নির্দিষ্ট ট্রেডে আইটিআই করা।

বয়স: 21 থেকে 25 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: ‘www.rectt.bsf.gov.in’ এ গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। আবেদনের সময় ডকুমেন্টস আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি বেরোনোর 30 দিনের মধ্যে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।