নিউজদেশ

মাসিক ৩১ হাজার টাকা বেতন, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় পরিসংখ্যান দপ্তরে কর্মী নিয়োগ

বর্তমানে চাকরির বেহাল দশা। তা সরকারি হোক কিংবা বেসরকারি। তবে সম্প্রতি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটে জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পদে যোগদান করতে গেলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে আবেদন করা যাবে।

পদটির নাম- প্রজেক্ট লিঙ্কড জুনিয়র রিসার্চ ফেলো।

এমপ্লয়মেন্ট নম্বর- PU/507/ADV/1055।

শূন্যপদ- ১টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Information Technology / Computer Science / Electronics / Electrical Engineering -এ M.E / M. Tech করা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়স- এই পদের জন্য আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের সুবিধা রয়েছে। ১লা জানুয়ারি, ২০২৩ থেকে বয়সের হিসেবে করতে হবে।

আবেদন পদ্ধতি- এই পদে যোগদান করার জন্য সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডেটা নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হতে।

বেতন- মাসিক ৩১ হাজার টাকা।

ইন্টারভিউ তারিখ- ৬ই মার্চ, ২০২৩।

ইন্টারভিউ স্থান- 9gh floor, Sayantan Bose Bhavan(Library Building) ISI Kolkata, West Bengal.