মাত্র ৩৩ টাকা করে সেভিংস, দুর্দান্ত এই স্কিমে আপনিও হতে পারেন কোটিপতি!

মাত্র অল্প কিছু বিনিয়োগের মাধ্যমে কয়েক বছরের মধ্যে হয়ে যান কোটিপতি। বিশেষ একটি স্কিম রয়েছে যা আপনাকে দেবে বিনিয়োগ করার বেস্ট অপশন। লং টার্ম ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে পেয়ে যাবেন ভালো রিটার্ন। প্রতিদিন মাত্র 33 টাকা সেভিংস করেই আপনি হতে পারবেন কোটিপতি। কিন্তু কিভাবে ইনভেস্ট করবেন? জানুন বিশদে
কোটিপতি হওয়ার মুখের কথা নাকি! সারা জীবন রক্ত জল করে খাটলেও কোটিপতি হওয়া সম্ভব নয়, এমনটাই মনে করি আমরা সকলে। কিন্তু যদি আপনি ঠিক মতন বিনিয়োগ করতে পারেন তবে লাভ করতে পারবেন দ্বিগুণ টাকা। লম্বা সময়ের ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড অনেক বেশি রিটার্ন দিয়ে থাকে, সেই কারণে মিউচুয়াল ফান্ডে এসআইপি তে ইনভেস্ট করা অনেক বেশি লাভজনক৷
প্রতিমাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা এসআইপি-র মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারলেই আপনি পেয়ে যেতে পারেন তার ওপরে ভাল অঙ্কের রিটার্ন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনার আর্থিক পরিস্থিতি এবং সমস্ত দিক খতিয়ে দেখে নেওয়া প্রয়োজন। সেদিক দিয়ে জন্য বিনিয়োগ করাটাই অনেক বেশি লাভজনক এক্ষেত্রে।
যদি আপনার বয়স কুড়ি বছর হয়ে থাকে তাহলে প্রতিদিন 33 টাকা করে অর্থাৎ প্রতি মাসে 1000 টাকা সেভিংস করলে 40 বছরে আপনি পেয়ে যাবেন 1.18 কোটি টাকার। অর্থাৎ 40 বছর বয়সে আপনি হয়ে যাবেন কোটিপতি। এবং long-term এ বছরে 12 শতাংশ করে রিটার্ন মিললে আপনি সহজেই হয়ে যাবেন কোটিপতি।
সম্প্রতি দেখা গিয়েছে কুড়ি বছরে বেশকিছু মিউচুয়াল ফান্ড তাদের বিনিয়োগকারীদের 12 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। তবে আপনাকে আপনার বিনিয়োগের ওপর নজর রাখতে হবে প্রত্যেক ছ মাস অন্তর কিংবা এক বছর অন্তর খতিয়ে দেখতে হবে। যদি দেখেন ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়ছে তাহলেই সেটি চালু রাখুন আর যদি ইনভেস্টমেন্ট নিয়ে সন্তুষ্ট না হন তাহলে অন্য খাতে ইনভেস্ট করুন।