দিনে মাত্র ৫০ টাকা বিনিয়োগ করলেই পাবেন ৩০ লক্ষ টাকা! মধ্যবিত্তদের জন্য দারুন স্কিম আনল Post Office

সম্প্রতি এবার গ্রাহকদের জন্য দুর্দান্ত একটি সেভিংস স্কিম নিয়ে এলো পোস্ট অফিস। যেখানে খুব কম টাকা বিনিয়োগ করে লাখ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। কীভাবে? আসুন তাহলে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। আসলে বর্তমান সময়ে সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগের দিকটিকেও গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বিনিয়োগ করার জন্য সবথেকে ভালো একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছে পোস্ট অফিস।
কারণ, একদিকে যেমন সেখানে খুব কম টাকা বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া যায়। আবার সেখানে সুরক্ষার দিকেও কোনো চিন্তা থাকে না বিনিয়োগকারীর। অন্যদিকে গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আসে পোস্ট অফিস। সম্প্রতি সেরকমই তারা একটি স্কিম নিয়ে এসেছে যেটির নাম ‘Gram Suraksha Scheme’। খুব কম পরিমাণ টাকা বিনিয়োগ করে প্রচুর টাকা লাভ করা যাবে এই স্কিমের মধ্যে।
এখানে দৈনিক 50 টাকা অর্থাৎ মাসিক 1,500 টাকা বিনিয়োগ করার সুযোগ রয়েছে। আর ম্যাচিউরিটির পর আপনি পেয়ে যাবেন 31 থেকে 35 লক্ষ টাকা। জানা গিয়েছে, বিনিয়োগকারীর সর্বনিম্ন বয়স হতে হবে 19 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 55 বছর। এছাড়া অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে। এই স্কিমে ‘মিনিমাম সাম ইনশিওর্ড’ হলো 10 হাজার থেকে 10 লাখ টাকার মধ্যে।
যেখানে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বাৎসরিক ভিত্তিতে বিনিয়োগ করার সুবিধা রয়েছে। তবে মনে রাখতে হবে একবার এই স্কিমে বিনিয়োগ করলে অন্তত 3 বছর তা চালিয়ে নিয়ে যেতে হবে। যদিও সেখানে কোনো সুদ পাওয়া যাবে না। সমস্ত টাকাই ফেরত পেয়ে যাবেন বিনিয়োগকারী। কোনো ব্যক্তি যদি 19 বছর বয়সে মাসিক 1,515 টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে 55 বছর বয়সে তিনি পেয়ে যাবেন 31.60 লক্ষ টাকা।