বিনোদনভাইরাল ভিডিও

নুসরতকে ধোঁকা দিলেন যশ! রেগে আগুন অভিনেত্রী

অবশেষে যশও ধোকা দিলেন নুসরতকে! সেরকমই তথ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন তাহলে কি আরো একবার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন নুসরত? না না একেবারেই নয়, এই বিষয়টি সম্পূর্ণ আলাদা। আসলে দোলপূর্ণিমা উপলক্ষ্যে বিভিন্ন তারকারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। কেউ কেউ যেমন বেছে নিয়েছেন শান্তিনিকেতন। তবে রাজস্থান বেছে নিয়েছেন ‘যশরত’ জুটি।

সেখানে গিয়ে একে অপরের সাথে চুটিয়ে সময় উপভোগ করছেন তারা। যার ঝলক মিলেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কারণ, সেখানে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন এই জুটি। তবে সম্প্রতি এমন একটি ভিডিও উঠে এসেছে যার মাধ্যমে দেখা গিয়েছে নুসরতকে ধোকা দিয়েছেন যশ। আর তাইতো নুসরত প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় রয়েছেন।

সেই রিল ভিডিওটিতে দেখা যাচ্ছে উদয়পুরে রিসর্টের বাইরে দাঁড়িয়ে যশকে নুসরত বলছেন তাকে ছবি তুলে দিতে। তখন নুসরতের পরণে ছিল কালো-সাদা পোশাক, একইসাথে ছিল একটি মেটালিক জ্যাকেট। যশ পরেছিলেন কালো রংয়ের ট্র‍্যাক স্যুট। এরপর ছবি তোলার জন্য একের পর এক পোজ দিতে থাকেন নুসরত। যা দেখার পর যশ বলেন, ‘দারুণ হচ্ছে।’

এরপর যখন নুসরত তার মোবাইল নিয়ে ছবিগুলো দেখতে চান তখন হতভম্ব হয়ে যান। কারণ, এতোক্ষণ পর্যন্ত নুসরত নয় বরং সেলফি মোডে নিজের ছবি তুলে যাচ্ছিলেন যশ অর্থাৎ নুসরতকে একপ্রকার ধোকা দিয়েছেন তিনি। এই রিলটি শেয়ার করে যশ নুসরতকে জিজ্ঞেস করেছেন ছবিগুলো কেমন ছিল? যার উত্তরে নুসরত লিখেছেন যশ যেন তার প্রতিশোধের জন্য অপেক্ষা করে।