Asin: অক্ষয়ের জন্যই ছাড়েন বলিউড, আজ কোথায় কীভাবে দিন কাটাচ্ছেন অভিনেত্রী আসিন?

Advertisement

বলিউডে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী হলেন আসিন (Asin)। রাতারাতি তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। আমির খানের সঙ্গে ‘গজনি’ ছবিতে অভিনয় করেন তিনি। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবির প্রস্তাব আসতে শুরু করে তার করে। তবে এখন তাকে আর বলিউডে দেখা যায় না। তিনি এখন অভিনয় জীবন ছেড়ে পুরোপুরি সংসারী হয়ে উঠেছেন। কিন্তু কেন তিনি অভিনয় ছাড়লেন তা সকলকে ভাবায়।

Advertisements

Asin: আজকের প্রতিবেদনে তা নিয়েই আলোচনা করবো আমরা। আসলে আসিনের বলিউড ছাড়া নিয়ে অনেকেই অক্ষয় কুমারকে দায়ী করেন। অক্ষয় কুমারের জন্য আসিন বর্তমানে বলিউড থেকে হারিয়ে গিয়েছেন বলে দাবি করেন অনেকে। ২০১৫ সালে ‘অল ইজ ওয়েল’ ছবিতে শেষ অভিনয় করেছেন আসিন। এরপর তাকে আর অভিনয় করতে দেখা যায়নি।

Advertisements

২০০৮ সালে আমির খানের সঙ্গে ‘গজনি’ ছবি দিয়ে বলিউডে পদার্পণ করেন তিনি। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। এরপর একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করে। ২০১২ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘খিলাড়ি ৭৮৬’ ছবিতে অভিনয় করেন তিনি। সেইসময় একবার আসিন অক্ষয়কে জানান তিনি বিয়ের ভাবনা চিন্তা করছেন। ‘হাউজফুল ২’ ছবির প্রচারে সেইসময় প্লেনে করে যাচ্ছিলেন অক্ষয় ও আসিন।

সেই বিমানে রাহুল শর্মা নামক এক ব্যক্তির সঙ্গে আসিনের পরিচয় করিয়ে দেন অক্ষয়। রাহুল ছিলেন মাইক্রোম্যাক্স সংস্থার মালিক। কিন্তু রাহুল এত বড় একটি সংস্থার মালিক হলেও ছিলেন সাধারণ। আর তাতেই অবাক হন আসিন। এরপর তাদের দু’জনের সম্পর্ক এগিয়ে চলে। ২০১৬ সালে জানুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আসিন ও রাহুল। এরপর বলিউড থেকে সরে যান আসিন। বর্তমানে তিনি পুরোপুরি সংসারী ও পাশাপাশি ব্যবসার দেখাশোনা করেন।

Related Articles