বয়স ৭ গুণ কমে যাবে! চেহারার তারুণ্য বজায় রাখতে বিছানায় কেমন পুরুষ দরকার? বললেন উরফি

Advertisement

কীভাবে যৌবন ধরে রাখবেন তারই গোপন রহস্য সকলের সাথে ভাগ করে নিলেন উরফি জাভেদ। যা শোনার পর রীতিমতো হতবাক সকলে। সোশ্যাল মিডিয়ায় উরফির জনপ্রিয়তা সকলেরই জানা। বিশেষ করে তার অদ্ভুত পোশাক পরার কারণে নিত্যদিন শিরোনামে উঠে আসেন তিনি। তবে এবার এমন একটি বিষয় তুলে ধরেছেন যার মাধ্যমে অবাক করেছেন সকলকে।

Advertisements

এদিন তিনি হাজির হয়েছিলেন বিমানবন্দরে। পরনে ছিল সাদা টপ, নীল জিন্স। তবে সেগুলো সবই ছেঁড়াফাটা, এমনকি পোশাকের ছেঁড়া অংশ দিয়ে দেখা যাচ্ছে অন্তর্বাস। গাড়ি থেকে নামতে দেখে একজন মন্তব্য করে বসেন, ‘একি পাগল রে বাবা!’ আবার কেউ বলেন, ‘পোশাক পরার দরকার কী?’ তবে কেউ কেউ আবার বলেছেন, ‘রূপ যেন ফেটে পড়ছে। কীভাবে এমন যৌবন ধরে রাখতে হয়?’

Advertisements

এই পরামর্শ চাইতেই উত্তর দেন তিনি। ঘুরে দাঁড়িয়ে বলেন, ‘নিশ্চয়ই উপায় আছে। বয়স সাত গুণ কমে যাবে। তবে যেটা বলবো সেটা করতে হবে।’ কিন্তু যে পদ্ধতির কথা তিনি বলেছেন সেটি করতে হবে বিছানায়। এদিন তিনি জানান, ‘শারীরবিজ্ঞানীরা বলেন, সুস্থ স্বাভাবিক যৌনজীবনই আসলে বয়স ধরে রাখতে সাহায্য করে। উদ্দাম যৌনমিলনের সময় শরীর এনডরফিন নামক এক হরমোন নিঃসরণ করে।’

এতে নাকি ঘুম ভালো হয়। রক্ত সঞ্চালন বাড়ে। ফলে ভালো থাকে আমাদের ত্বক। বয়সের ছাপ পড়ে না তাতে। তাই তার পরামর্শ যদি নিয়মিত যৌনমিলনে তৃপ্তি পান, তবে যৌবনও দীর্ঘস্থায়ী হবে। যদিও এই কথা শুনে লজ্জা পেয়ে যান অনুরাগীরা। অন্যদিকে নিন্দুকেরা বলেছেন, ‘উরফিও কি এভাবে নিজের যৌবন ধরে রাখছেন?’ এমনকি তার পুরুষসঙ্গীর সংখ্যা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন অনেকে।

Related Articles