পোশাক নয়, এবার গোরুর গোবর দিয়ে লজ্জা ঢাকলেন উরফি! দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

Advertisement

সম্প্রতি এবার গোবর দিয়ে তৈরি পোশাক পরে ধরা দিলেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদ। যা দেখার পর ট্রোলিংয়ে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন গোবর দিয়ে আবার কীভাবে পোশাক তৈরি করলেন তিনি? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই জানা যাক। আসলে উরফি মানেই অদ্ভুত পোশাক পরার ধরন।

Advertisements

তিনি এমন সব পোশাক তৈরি করে পরেন, যেগুলো মানুষ পরার কথা কল্পনাও করতে পারেন না। অথচ কী সুন্দর সাবলীলভাবে তিনি সেসব পোশাক পরে ধরা দেন পাপারাজ্জিদের সামনে। সম্প্রতি সেরকমই একটি পোশাক পরে হাজির হয়েছিলেন তিনি। যে ভিডিও তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে প্রথমে তিনি একটি গাছের পাশে দাঁড়িয়ে রয়েছেন।

Advertisements

তারপরে দেখা যায় গাছের ছাল দিয়ে তৈরি একটি টপ এবং একটি সবুজ রঙের সারঙ পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘এটা তৈরি করার সময় কোনো গাছের ক্ষতি করা হয়নি।’ যা দেখার পর বিদ্রুপে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ যেমন লিখেছেন, ‘পোশাকটি গোরুর গোবর থেকে তৈরি হয়েছে বলে মনে হচ্ছে।’ আরেকজনের মতে, ‘আমি ভেবেছিলাম এটা গোবর।’

এখানেই শেষ নয় আর একজন লিখেছেন, ‘আপনি যদি এতোই সৃজনশীল হয়ে থাকেন তাহলে কেন কানে আসছেন না?’ সবমিলিয়ে শিরোনামে উঠে এসেছেন তিনি। উল্লেখযোগ্য, ‘বিগ বস’এর মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন উরফি। তবে তার থেকেও বেশি তিনি চর্চায় থাকেন তার অদ্ভুত পোশাক পরার কারণে। পেপার, তার, পাথর প্রভৃতি দিয়ে পোশাক তৈরি করেছেন তিনি।

Related Articles