ফল দিয়ে গোপনাঙ্গ ঢাকলেন ‘বেশরম’ উরফি! (VIDEO)

Advertisement

আরো একবার সবাইকে চমকে দিয়ে ফল দিয়ে পোশাক তৈরি করলেন উরফি জাভেদ! উরফি মানেই যে সবকিছু সম্ভব তা বুঝে গিয়েছেন নেটিজেনরা। কারণ, ইতিমধ্যেই নিজের এমন একটি ইমেজ তৈরি করে ফেলেছেন তিনি যে মানুষ তার অদ্ভুত পোশাক দেখলে আর অবাক হন না। তবে এবার সবকিছুর সীমা পেরিয়ে ফল দিয়ে পোশাক তৈরি করলেন তিনি।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় থাকেন উরফি। নিত্যদিন সেখানে নিজের অদ্ভুত পোশাক পরার ছবি ও ভিডিও ভাগ করে নেন এছাড়াও পাপারাজ্জিদের সামনে মাঝেমধ্যেই পোজ দিতে দেখা যায় তাকে। এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। আর সেখানে এবার ভাইরাল হয়েছে একটি ভিডিও।

Advertisements

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে কিউয়ি ফল খাচ্ছেন তিনি। ফলে কামড় বসানোর পর ক্যামেরা জুম আউট হয়ে যায়। এরপরে দেখা যায় তার উর্ধাঙ্গে কোনো পোশাক নেই। নিম্নাঙ্গে রয়েছে একটি কালো ট্রাউজার। তবে বক্ষযুগল ঢেকে রেখেছেন ওই কিউয়ি ফল দিয়ে। সুতোয় বেঁধে অন্তর্বাসের আকৃতি দিয়েছেন তিনি।

যে দৃশ্য দেখার পর তাকে কটাক্ষে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ যেমন বলেছেন, ‘পাগল।’ আবার কেউ কেউ শালীনতার শিক্ষাও দিয়েছেন তাকে। উল্লেখযোগ্য, এমন সব পোশাক পরেন উরফি যা মানুষ কল্পনাও করতে পারেন না। ইতিমধ্যেউ তাকে নানান অদ্ভুত পোশাকে দেখা গিয়েছে। যদিও এই বিষয়ে সমালোচনা হয় তবে সেই দিকটির তোয়াক্কা করেন না তিনি।

Related Articles