ধোনির প্রেমে মশগুল ছিলেন, আজও ভালোবেসে অবিবাহিত থেকে গেলেন এই দক্ষিণী অভিনেত্রী!

Advertisement

খেলার জগতে এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা সম্পর্ক জড়িয়েছেন সিনেমা জগতের তারকাদের সঙ্গে। আর এই উদাহরন রয়েছে একাধিক। জনপ্রিয় ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলি বিবাহ করেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। অর্থাৎ এ জিনিস নতুন নয়। অনেক সময় তারকাদের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসলেও সেই সম্পর্ক পরিণতি পায় না। ভারতীয় ক্রিকেট জগতের উজ্জ্বল তারকা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আজকের প্রতিবেদন।

Advertisements

Advertisements

মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) তার বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন। তার মধ্যে যার নাম সবথেকে বেশি চর্চা হয়েছিল তিনি হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে তাদের সকলেরই বিয়ে হয়ে গিয়েছে। দীপিকা বিবাহিত আজ অনেক বছর। তবে এক অভিনেত্রী যার সঙ্গে ধোনীর সম্পর্ক ছিল তিনি আজ পর্যন্ত বিয়ে করেননি। তার কথায়, ধোনিকে ভুলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়।

আর সেই অভিনেত্রী হলেন দক্ষিণী ছবির অভিনেত্রী রাই লক্ষ্মী (Rai Laxmi)। তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের নাম করা অভিনেত্রী। তিনি মূলত তামিল, তেলেগু, মালায়ালম ছবিতে অভিনয় করেছেন। তিনি বলিউডে কাজ করেছেন। ২০১৭ সালে তিনি বলিউডে ‘জুলি ২’ ছবিতে অভিনয় করেছেন। তবে ধোনির সঙ্গে তার সম্পর্কের কথা শোনা যায় অনেক আগেই।

২০১০ সালে ধোনির বিয়ে হওয়ার আগে রাই লক্ষ্মীর সঙ্গে নাম জড়ায় ধোনির। শোনা যায়, ২০০৮ কিংবা ২০০৯ সাল নাগাদ ধোনীর সঙ্গে সম্পর্কে জড়ান রাই। তবে এই সম্পর্ক নিয়ে বিশেষ কিছুই কখনও বলতেন না ধোনি। তবে রাই সবসময় এই সম্পর্ককে স্বীকার করেছেন। আইপিএল-এর পার্টিতে ধোনি ও রাইকে দেখা যেতো। ২০১৪ সালে প্রথম ধোনির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

তিনি জানান, ধোনির সঙ্গে আমার সম্পর্ক একটা দাগের মত। সেই দাগ কখনও মুছে যাবে না। তবে বারবার ধোনির সঙ্গে আমার সম্পর্ক নিয়ে কথা হয়। কেউ যতবার ধোনির অতীত ঘাটবে ততবারই আমার কথা উঠে আসবে। তিনি আরও বলেন, ধোনির পরেও সম্পর্কে জড়িয়েছিলাম কিন্তু ধোনিকে নিয়ে বারবার কথা হয়।

Related Articles