অরিজিৎ সিং, শ্রেয়া থেকে বাদশা, মঞ্চে গান গাইতে কত টাকা নেন বলিউড গায়করা? টাকার অংক চমকে দেবে

মঞ্চে পারফর্ম করতে কত পারিশ্রমিক নেন বলিউড গায়করা? রইল ৭ জনপ্রিয় গায়ক-গায়িকার পারিশ্রমিক। মানুষের মন ভাল করার এক অন্যতম অঙ্গ হলো গান। যা খারাপ মুহূর্তকে সঙ্গে সঙ্গেই ভালো করে দেয়। বাংলা-হিন্দি ইন্ডাস্ট্রি জগতে এমন অনেক গায়ক-গায়িকারা রয়েছেন যাদের গান ৮-৮০ সকলেরই প্রিয়। তবে তারা শুধু ছবিতে যে গান করেন তা নয়। বিভিন্ন অ্যালবাম থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ মাতাতেও স্বশরীরে হাজির হন সুর জগতের গায়ক-গায়িকারা। তবে জানেন কি তারা লাইভ পারফরমেন্স করতে কত টাকা দাবি করেন? আজকের প্রতিবেদনের সেরকমই ৭ জন বিখ্যাত গায়ক-গায়িকার পারিশ্রমিক তুলে ধরা হয়েছে।
শ্রেয়া ঘোষাল (Shreya Ghosal)- সুর জগতের অন্যতম গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল। যাঁর গানে মুগ্ধ হয় বাচ্চা থেকে বুড়ো সকলে। এক একটি গান গাওয়ার জন্য এই গায়িকা পারিশ্রমিক নেন ২০ – ৩০ লক্ষ টাকা। তবে স্বশরীরে মঞ্চে অনুষ্ঠান করতে গেলে তিনি ১ কোটি টাকার আশেপাশে দাবি করেন।
সুনিধি চৌহান (Sunidhi Chauhan)- বলিউডের প্লেব্যাক সিঙ্গার হিসেবে নামডাক রয়েছে সুনিধি চৌহানেরও। তিনিও বলিউড ছবিতে গান করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও মঞ্চ মাতাতে যান। তবে তার জন্য তাঁকে পারিশ্রমিক দিতে হয় ৪০ লক্ষ টাকা।
সোনু নিগম (Sonu Nigam)- সুর জগতের আরো এক অন্যতম জনপ্রিয় গায়ক হলেন সোনু নিগম। যাঁর গাওয়া একাধিক সুপারহিট গান আজও মনে গেঁথে রয়েছে শ্রোতাদের। তবে সাম্প্রতিক সময়ে আর প্লেব্যাক করতে শোনা যায় না তাঁকে। তবে কোনো অনুষ্ঠানে গান করতে গেলে তিনি পারিশ্রমিক নেন ৩২ লক্ষ টাকা।
মোহিত চৌহান (Mohit Chauhan)- গায়ক জগতের এক জনপ্রিয় গায়ক হলেন মোহিত চৌহান। যিনি ‘রকস্টার’ ছবিতে গান করে শ্রোতাদের দ্বারা জনপ্রিয়তা পেয়েছিলেন। বলা যায় ওই ছবিতে গান করে তাঁর ভাগ্যের চাকা খুলে যায়। তবে কোনো অনুষ্ঠানের মঞ্চ মাতাতে তিনি পারিশ্রমিক নেন ৪০ লক্ষ টাকা।
বাদশা (Badshah)- ভারতে র্যাপ সঙ্গীত এসেছে এই গায়কের হাত ধরেই। র্যাপার দুনিয়ার বাদশা তিনি। যাঁর ভুডু গান পৌঁছেছে আন্তর্জাতিক পর্যায়ে। তবে কোনো অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করলে তিনি ঘন্টা প্রতি ৪০ লক্ষ টাকার বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। এর পাশাপাশি তাঁর আসা-যাওয়া, খাওয়া-দাওয়ার সব খরচ দিতে হয় আয়োজকদের।
অরিজিৎ সিং (Arijit Singh)- বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের আবেগ-ভালবাসা হলেন এই গায়ক। যিনি সবসময় মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। তাঁর সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। কোনো জায়গায় পারফরম্যান্স থাকা মানে সেখানে শ্রোতাদের দাঁড়ানোর জায়গা ধরে না। এছাড়াও, এই গায়ক একেকটি অনুষ্ঠানের জন্য ঘন্টায় পারিশ্রমিক নেন ১.৫ কোটি টাকা। সাথে আয়োজকদের বহন করতে হয় তাঁর আসা-যাওয়া, খাওয়া-দাওয়ার সব খরচ।
এ আর রহমান (A R Rahman)- সুর জগতের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন এ আর রহমান। যিনি দুবার অস্কার পুরস্কার পেয়েছেন। হিন্দির পাশাপাশি ভারতের অন্যান্য ভাষাতেও গান করেছেন এই গায়ক। কোনো অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে গেলে তিনি পারিশ্রমিক নেন ১.৫ কোটি টাকার বেশি।