‘গোপন ছবি ফাঁস করে দেবো’, নোংরা হুমকির জেরে অস্বস্তিতে স্বস্তিকা

Advertisement

প্রেক্ষাগৃহে আসতে চলেছে নতুন ছবি ‘শিবপুর’। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)-কে। কিন্তু মুক্তি পাওয়ার আগেই চর্চিত হতে শুরু করেছে এই নতুন ছবি। এই ছবির প্রযোজক হলেন আমেরিকা প্রবাসী সন্দীপ সরকার। এবার তারই বিরুদ্ধে দীর্ঘ একমাস ধরে হেনস্তার অভিযোগ আনলেন স্বস্তিকা মুখার্জি।

Advertisements

স্বস্তিকা অভিযোগ করে জানিয়েছেন, গত এক মাস ধরে সন্দীপ তাকে ইমেলে হুমকি দিচ্ছেন। প্রথমে এই হুমকির কোনো উত্তর না দিলেও পরবর্তীতে সন্দীপ স্বস্তিকাকে বলেন, তার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হবে ইন্টারনেটে। এছাড়া তিনি হুমকি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বস্তিকাকে নিয়ে অভিযোগ করবেন যাতে তিনি আর আমেরিকায় প্রবেশ করতে না পারেন।

Advertisements

এরপর পুলিশের দারস্থ হন অভিনেত্রী। গত ২১শে মার্চ গল্ফ গ্রিন থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। স্বস্তিকা জানিয়েছেন, ছবির শ্যুটিং চলাকালীন তিনি ছবির প্রযোজকের নাম জানতেন না। কারণ চুক্তিপত্রে প্রযোজক হিসেবে স্বাক্ষর রয়েছে অজন্তা সিনহা রায়ের। সাম্রতিক কালে স্বস্তিকা জানতে পারেন, ‘শিবপুর’ ছবির প্রযোজক হলেন সন্দীপ।

স্বস্তিকা জানান, তার ছবি মর্ফড করে ইমেলে সেই নমুনা পাঠান এক ব্যক্তি। তিনি এও জানান, স্বস্তিকার এই ধরনের ছবি তৈরি করে তিনি তা পর্ণ সাইটে ছড়িয়ে দেবেন। ওই ব্যক্তি জানান, স্বস্তিকা সন্দীপকে হেনস্তা করেছেন। অভিযোগ উঠেছে স্বস্তিকার ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দেওয়ার। গল্ফ গ্রিন থানা ছাড়াও স্বস্তিকা ইম্পাতে অভিযোগ জানিয়েছেন। প্রযোজকের অভিযোগ, অতিরিক্ত টাকা চেয়েছেন স্বস্তিকা যার প্রমাণ রয়েছে তাদের কাছে।

অপরদিকে অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিজের পারিশ্রমিকের চাইতে এক পয়সা বেশি চাননি। অজন্তা জানিয়েছেন, স্বস্তিকার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়ার। প্রযোজনা সংস্থার তরফে সৌভিক বসু ঠাকুর জানিয়েছেন, তার মক্কেল নির্দোষ৷ তবুও স্বস্তিকার প্রতি কোনো খারাপ ব্যবহার করা হয়ে থাকলে তিনি তা সমর্থন করেন না। অপরদিকে পরিচালক অরিন্দম ভট্টাচার্য্যের মতে, সৃজনশীল কাজে মতবিরোধ থাকলেও আপাতত এ নিয়ে তিনি বিশেষ কথা বলতে চান না।

Related Articles