কালো শিফন শাড়িতে পুরুষ মনে ঝড় তুললেন শ্রাবন্তী!

Advertisement

বহুবছর ধরে টলিউডে অভিনয় করে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। একের পর এক ছবিতে অভিনয় করে আজ তিনি জনপ্রিয়। কখনও অপরিণত চরিত্রে আবার কখনও পরিণত চরিত্রে অভিনয় করেন তিনি। শুধু বাংলার নায়কদের সঙ্গে নয়, বাংলা ছাড়িয়ে ওপার বাংলার নায়কদের সঙ্গেও সমানতালে কাজ করে চলেছেন অভিনেত্রী। বয়স বাড়লেও তিনি যে এখনও যুবতী আছেন তা সকলেই একবারে বলে দেবেন।

Advertisements

সম্প্রতি শ্রাবন্তী নতুন লুকে ঝড় তুললেন, আর তা আজকের প্রতিবেদনের মধ্যে দিয়ে তুলে ধরা হল-
১. কালো শিফন সঙ্গে গোল্ডেন কম্বিনেশনে শ্রাবন্তী – শ্রাবন্তীকে দেখা গেলো কালো শিফন ও সঙ্গে গোল্ডেন কম্বিনেশনে নিজেকে রাঙিয়ে তুলেছেন তিনি। সঙ্গে মানানসই সাজে তিনি হয়ে উঠেছেন অপরূপা। শ্রাবন্তীর সাজ দেখে সকলেই মুগ্ধ হয়েছেন।

Advertisements

২. কালো শিফন শাড়ি, গলায় হীরের নেকলেসে শ্রাবন্তী – কালো রঙের শাড়ির সঙ্গে তিনি গলায় একটি নেকলেস পরেছেন। সেটি হীরের নেকলেস। সঙ্গে চুলের দুর্দান্ত স্টাইলে আরও আকর্ষণীয় লাগছে তাকে।

৩. কালো শিফনের উপর চিকনকারি কাজে শ্রাবন্তী – কালো যে শাড়িটি পরেছেন তার উপরে সাদা রং-এর সুতোর চিপনকারি কাজ করা। একটি সাদা রং-এর গাড়ি থেকে নামলেন তিনি হাসিখুশি মুখে।

৪. কালো বেগমপুরিতে শাড়িতে অভিনেত্রী – বেগমপুরি বেশ জনপ্রিয় শাড়ির মধ্যে। কালো বেগমপুরি শাড়িতে নিজেকে তুলে ধরেছেন শ্রাবন্তী। বেগমপুরি শাড়ি এখন অনেকেই পরেন।

৫. কালো সিল্কের শাড়িতে ধরা দিলেন অভিনেত্রী – চুল স্ট্রেইট করা অবস্থায় কালো সিল্কের শাড়ি ও কালো স্লিভলেস ব্লাউজে অপরূপা হয়ে উঠেছেন শ্রাবন্তী।

Related Articles