রোমান্টিক ওয়েদারে কাকে মিস করছেন অভিনেত্রী শ্রাবন্তী? (ভিডিও)

Advertisement

‘এক পশলা বৃষ্টি সাথে মনের মানুষ’, কাকে মিস করছেন বঙ্গতনয়া শ্রাবন্তী? টলি পাড়ার অন্যতম সুন্দরী তিনি। যাঁর রূপের ছটায় ঘায়েল হয় হাজার হাজার ভক্তগণ। তবে কাজের ফাঁকে তিনি মাঝেমধ্যেই ঢু মেরে আসেন পাহাড়, জঙ্গল কিংবা সমুদ্রে। বলা যায় ভ্রমণ প্রেমী মানুষ তিনি। হ্যাঁ, কথা হচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)-কে নিয়ে। যাঁকে নিয়ে আলোচনার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভক্তদের সাথে যে বেশ ভালো যোগাযোগ রাখে তা তার পোস্ট দেখলেই বোঝা যায়।

Advertisements

সাম্প্রতিক একটি ভিডিও পোস্ট করেছেন বঙ্গতনয়া। যার মাধ্যমে তিনি বুঝিয়েছেন পাহাড়, সমুদ্র বা জঙ্গল নয়, বাড়িতে বসেও শান্তি উপভোগ করা যায়। যা তিনি এক পশলা বৃষ্টি গায়ে মেখে উপভোগ করলেন। Instagram অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায় জানালার একটি কপাট খুলে বাইরের সুন্দর আবহাওয়া উপভোগ করছেন শ্রাবন্তী (Srabanti)। ঝোড়ো হাওয়া সাথে এক পশলা বৃষ্টি মেখে তিনি যে কতটা শান্তি পেয়েছেন তা ওই ভিডিওতে বেশ স্পষ্ট হয়েছে।

Advertisements

ভিডিওটিতে অভিনেত্রীকে একটি ফ্লোরাল প্রিন্টেড পোশাকে দেখা গিয়েছে। সাথে ছোট ছোট করে কাটা রয়েছে চুল। যা হাওয়াতে উড়তে দেখা গিয়েছে। ভিডিও পোস্ট করার সাথে সাথেই হাজার হাজার ভক্তদের কাছে পৌঁছে গেছে অভিনেত্রীর এই সুন্দর দৃশ্য। নো মেকআপ লুক সাথে ছোট ছোট করে কাটা চুলে বঙ্গতনয়াকে খুব কম বয়সী লাগছে। এই ফিটনেসে বোঝাই যায় না তাঁর বয়স। প্রায় তিন হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন অভিনেত্রীর এই মনোরম দৃশ্য।

এই এক পশলা বৃষ্টি এবং হাওয়া অভিনেত্রীকে কতটা মুগ্ধ করেছে তা বলাই বাহুল্য। অনেকের কাছেই প্রশংসিত হয়েছেন বঙ্গতনয়া। তবে ভালোর সাথে সাথে সবকিছুতেই খারাপ থাকে। সেরকমই অভিনেত্রীর ক্যাপশন দেখে আলোচনা চলছে নেটদুনিয়ায়। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, এক পশলা বৃষ্টি সঙ্গে মনের মানুষ। তবে কি এই মনোরম আবহাওয়ায় মনের মানুষকে মিস করছেন শ্রাবন্তী? এই মজাদার ক্যাপশন নিয়েই নেটদুনিয়ায় চলছে আলোচনা। তবে অভিনেত্রী প্রথম থেকেই এই সব বিষয়ে পাত্তা দেন না। তিনি নিজের মতো সময় কাটাতে ব্যস্ত থাকেন।

Related Articles