বিনোদন

অতিরিক্ত লোভের খেসারত! রোশনের থেকে খোরপোষ চাইতে গিয়ে মুখ পুড়ল শ্রাবন্তীর

সম্প্রতি এবার আদালতে মুখ পুড়লো টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির! যদিও তার তরফ থেকে এখনো এই বিষয়ে কিছু জানানো হয়নি। টলিউডে তাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। কেরিয়ারের অপেক্ষা তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি সমালোচনায় থাকেন তিনি। তিন তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েও বিচ্ছেদের পথে হেঁটেছেন অভিনেত্রী। সেরকমই তৃতীয় বিয়ে নিয়ে একটি খবর প্রকাশ্যে এসেছে।

তৃতীয় স্বামী রোশন সিংয়ের কাছে ডিভোর্সের পাশাপাশি খোরপোষ দাবী করেছিলেন শ্রাবন্তী। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সেই খবর প্রকাশ পেয়েছিল। সেই মামলাতে এবার নতুন তথ্য উঠে এসেছে। রোশনের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ নম্বর ধারায় মামলা করেছিলেন শ্রাবন্তী। যদিও সেই মামলা স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে আদালত।

শুধু তাই নয় অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় পারজারির মামলা করেছিলেন রোশন। সেই মামলা জারি রেখেছে আদালত। যার অর্থ সবার সামনে মুখ পুড়লো অভিনেত্রীর। অন্যদিকে জানা গিয়েছে রোশনের কাছে প্রতি মাসে খোরপোষ বাবদ ৭ লক্ষ টাকা দাবী করেছেন অভিনেত্রী। একইসাথে রোশনের বলা কথা ভাইরাল হয়েছে।

তিনি নিজের ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘আমি শুনেছি শ্রাবন্তী ওর ঘনিষ্ঠমহলে বলে বেড়াচ্ছে আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য নাকি আমি সঙ্গমে সক্রিয় নই।’ শুধু তাই নয় তিনি নাকি এও শুনেছেন শ্রাবন্তী তার বন্ধুদের কাছে জানিয়েছেন রোশন তার ১ কোটি টাকা গায়েব করে দিয়েছে। এখন এটাই দেখার এই বিষয়টি কোনদিকে মোড় নেয়।