প্রকাশ্যে মোনা ডার্লিংয়ের সঙ্গে চরম রোমান্স সৌরভ গাঙ্গুলীর! মহারাজের এমন অধঃপতনে ছিঃ ছিঃ করছে নেটিজেনরা
সম্প্রতি এবার মোনা ডার্লিংয়ের সাথে ধরা দিলেন সৌরভ গাঙ্গুলী! যা দেখার পর রীতিমতো হতবাক সকলে। এমনকি নানারকম মন্তব্য করতে শুরু করেছেন তারা। ক্রিকেট দুনিয়ায় সৌরভ গাঙ্গুলীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ সময় পর্যন্ত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এমনকি অবসরের পর সভাপতি হিসেবেও থেকেছেন বেশ কয়েক বছর।
তাইতো বাংলার ‘মহারাজ’এর জনপ্রিয়তা গোটা বিশ্বব্যাপী। অন্যদিকে টেলিভিশন পর্দাতেও রাজত্ব করছেন তিনি। সকলের পরিচিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ সঞ্চালনা করেন সৌরভ। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপনের কাজ তো রয়েছেই। তবে এবার একেবারেই আলাদা অবতারে ধরা দিয়েছেন তিনি। যা দেখার পর সকলেই রীতিমতো চমকে গিয়েছেন।
হয়তো অনেকেই হিন্দি ইন্ডাস্ট্রির খলনায়ক অজিত খানকে চেনেন। যেখানে তার সকল কু-কর্মের সঙ্গী ছিল রবার্ট ও মোনা ডার্লিং। তার মুখের জনপ্রিয় সংলাপ আজও মনে রেখেছেন দর্শকেরা। সেই ‘লায়ন’ চরিত্রেই এবার দেখা গেল সৌরভকে। লায়নের আধুনিক সংস্করণ হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। পরনে সাদা জ্যাকেট, চোখে সানগ্লাস, গলায় চেন।
হুবহু সেই লুকে মোনা ডার্লিংকে নিয়ে সোনা গুনতে বসেছেন তিনি। আর তার মুখে সংলাপও শোনা গিয়েছে। দাদার এই নতুন রূপ দেখে মুগ্ধ দর্শকেরা। তবে ভিডিওটি দেখার পর নানানরকম মন্তব্য করেছেন সকলে। যেমন- কেউ লিখেছেন ‘বাড়ি যাও, বৌদি ঢুকতে দেবে না তোমায়।’ আবার কেউ লিখেছেন, ‘ওটা মোনা নয় বলো ডোনা ডার্লিং।’