‘করিনা মরলে ভালই হত, তৈমুর জন্মাত না! বিস্ফোরক শর্মিলা ঠাকুর
বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে বেশিরভাগকেই আমরা দেখেছি কাপুর বংশ থেকে উঠে আসতে। বলিউডে সত্তরের দশক থেকে কাপুর পরিবার প্রজন্মের পর প্রজন্ম অভিনয় করে গিয়েছেন। তাদের মধ্যে কেউ বেঁচে রয়েছেন আবার কেউ নতুন করে জায়গা করে নিয়েছেন। এর পাশাপাশি আরেকটি জনপ্রিয় পরিবার হল পতৌদি পরিবার। এই দুই পরিবার বেশ জনপ্রিয়। আবার এই দুই পরিবার আত্মীয় বটে।
কারণ কাপুর পরিবারের মেয়ে করিনা কাপুরের (Kareena Kapoor) সঙ্গে বিয়ে হয়েছে পতৌদি পরিবারের পুত্র সইফ আলি খানের (Saif Ali Khan)। অনেকে যদিও করিনাকে একজন হিন্দু হয়ে মুসলিম একজন পাত্রকে পছন্দ করার জন্য কটাক্ষের শিকার হতে হয়। তবে দেখতে দেখতে বর্তমানে দুই পুত্র সন্তানের বাবা ও মা তারা। প্রথম ছেলের নাম তারা রেখেছেন তৈমুর ও ছোটো ছেলের নাম জাহাঙ্গীর।আর এই নাম নিয়েই বাঁধল বিপত্তি। জাহাঙ্গীর নাম নিয়ে কোনো অসুবিধা প্রকাশ করেননি কেউই।
তবে বড় ছেলের নাম এক স্বৈরাচারী রাজার নামে হওয়ায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয় করিনাকে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সইফের মা শর্মিলা ঠাকুর (Sharmila Thakur)। অনেকেই নেট দুনিয়ায় বলেছেন করিনা যদি মারা যেতো তবে ভালো হতো। এই প্রসঙ্গে সইফের মা সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এত ঝামেলা কোনোদিন দেখেননি যা তৈমুর জন্ম নেওয়ার পর দেখেছেন।
তার কথায় অনেকে এমনও বলেছেন করিনা জিকা ভাইরাসে আক্রান্ত হতেন তবে তৈমুরের জন্ম হত না। শর্মিলা দেবীর কথায়, “এরা কি সত্যি মানুষ? কীভাবে এরা একটি সদ্যজাতের মৃত্যু কামনা করতে পারে! নিজের জন্য ভয় পাইনি। শুধু ভেবেছি এটা কোন দুনিয়া আর লোকগুলিই বা কারা?” তার কথায় সমাজের সকলকে খুশি করে চলতে পারা যায় না। এতে নিজের জীবনের ইচ্ছে জলাঞ্জলি দিতে হয়।