সালমানকে ফিরিয়ে শাহরুখের কোপের মুখে পড়েছিল ঐশ্বর্য! এইভাবে প্রতিশোধ নিয়েছিলেন ‘বাদশা’

Advertisement

বলিউডের জনপ্রিয় দুই তারকা হলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aiswarya Rai Bachchan) ও শাহরুখ খান (Shah Rukh Khan)। তাদের একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। একের পর এক ছবিতে অভিনয়ে তাদের জুটিও বেশ জনপ্রিয় হয়েছিল। তাদের অভিনীত সবথেকে জনপ্রিয় ও চর্চিত ছবি হল ‘দেবদাস’। এই ছবিতে তাদের অভিনয় আজও দর্শকদের হৃদয়ে ঝড় তোলে। একসঙ্গে কাজ করার জন্য শাহরুখ ও ঐশ্বর্য খুব ভালো বন্ধু হয়ে ওঠেন। কিন্তু একটি কারণে তাদের সম্পর্ক চিঁড় ধরে।

Advertisements

Advertisements

ঐশ্বর্যকে না জানিয়ে পাঁচটি ছবি থেকে তাকে সরিয়ে নেন শাহরুখ। ‘চলতে চলতে’, ‘বীর জারা’-র মত জনপ্রিয় ছবি থেকে বাদ পড়ে গিয়েছিলেন ঐশ্বর্য। জানা যায়, ‘চলতে চলতে ছবির বেশ কিছু অংশ শ্যুটও হয়ে গিয়েছিল। ঐশ্বর্য অনেকটা শ্যুটিং করে ফেলেছিলেন। কিন্তু হঠাৎই তাকে সরিয়ে দেওয়া হয়। তাকে কোনোরকম আগাম জানান দেওয়া হয়নি বলেও জানিয়েছেন অভিনেত্রী। সিমি গ্রেওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে ঐশ্বর্য ব্যক্ত করেছিলেন তার মনের কথা।

ঐশ্বর্য জানান, তাকে কিছু না জানিয়েই রাতারাতি একের পর এক ছবি থেকে বাদ দেওয়া হয়। কিন্তু এর পিছনে কি কারণ রয়েছে তা তিনি জানতে পারেননি। তাকে ছবির নির্মাতারা কোনরকম কৈফিয়ত জানাননি। এই বিষয়ে শাহরুখ বলেন, তিনি ঐশ্বর্যের কাছে ক্ষমা চেয়েছিলেন তাকে এভাবে না জানিয়ে ছবি থেকে বাদ দেওয়ার জন্য। ঐশ্বর্যকে যে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে একটি ছবির প্রযোজক ছিলেন শাহরুখ।

তবে শাহরুখ জানিয়েছিলেন, তার হাত বাঁধা ছিল। কারণ তিনি একা প্রযোজক ছিলেন না। খুব তাড়াতাড়ি শ্যুটিং শেষ করতে হতো। কিন্তু ঐশ্বর্যকে নিয়ে করতে না পারায় তিনি দুঃখ পেয়েছেন। কিন্তু ঐশ্বর্যের মতন একজন অভিনেত্রীকে পাঁচটি ছবি থেকে বাদ দেওয়ার কারণ কী? গুঞ্জন শোনা যায়, এর পিছনে ভাইজানের নাকি হাত রয়েছে। ঐশ্বর্য সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান। সেই রাগেি নাকি তিনি তার বন্ধু শাহরুখকে বলেছিলেন ঐশ্বর্যকে বাদ দিতে।

Related Articles