সামান্য কথা কাটাকাটি থেকে হাতাহাতি, শেষমেশ রাগের মাথায় শাহরুখকে গুলি করেন সালমান!

রাগের মাথায় শেষমেশ শাহরুখকে গুলি করলেন সালমান খান; কেনো এমন করলেন তিনি? বি–টাউনের জনপ্রিয় তারকা হল শাহরুখ ও সালমান খান। বলতে গেলে প্রায় একই সঙ্গে বলিউডে উত্থান হয়েছিল শাহরুখ খান(Shah Rukh Khan) এবং সালমান খানের (Salman Khan)। কানাঘুষো শোনা যায় যে, বলিউডের তিন খানের সম্পর্ক কোনদিনও তেমন ভালো ছিল না। কিন্তু আমিরের সঙ্গে শাহরুখের সম্পর্ক যদিও খুব একটা মধুর না, তাহলে কি? সালমান খান বর্তমানে তার ভাল বন্ধু। তাহলে কেনো রাগের বশে শারুখকে গুলি করেছিল সালমান?
আসল ঘটনাটি ঘটেছিল বহু বছর আগে। ব্যাপারটি জানতে গেলে আপনাকে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক বছর আগে। তাহলে জেনে নিন সালমানের এহেন আচরনের কারণ কি? শাহরুখ এবং সালমানে হিট জুটি একসময় বলিউডকে দিয়েছেন হিট ছবি ‘করণ অর্জুন’। ছবিটিতে তাদেরকে দেখা গেছে দুই ভাইয়ের ভূমিকাতে অভিনয় করতে। শাহরুখ এবং সালমান দক্ষতার সাথেই অভিনয় করেছেন তাদের চরিত্রে। এদের মায়ের ভূমিকায় ছিলেন রাখি গুলজার। অমরেশ পুরী চিরকালের মতোই খলনায়ক হিসেবে নজর কেড়েছিলেন। বাজেট ছড়িয়ে ছবিটি ১৩ গুণ বেশি ব্যবসা করেছিল।
বলিউডে তখন শাহরুখ এবং সালমান দুজনেই খুব জনপ্রিয়। এই দুইজন সুপারস্টার কিন্তু ছবির সেটেই সামান্য ঝগড়া থেকে হাতাহাতির পর্যায়ে জড়িয়ে পড়েছিলেন। শাহরুখকে লক্ষ্য করে শেষপর্যন্ত গুলি চালিয়ে দেন সালমান। সেই মুহূর্তেই শুটিং সেটেই মাটিতে লুটিয়ে পড়েন শাহরুখ। হঠাৎ ঘটে যায় দুই তারকার মধ্যে এরকম অপ্রত্যাশিত ঘটনা, যা গোটা শুটিং ফ্লোরকে বাকরুদ্ধ করে। কিন্তু জানেন কি সবটাই ছিল সালমানের পরিকল্পনা?
আসল কারণটি হলো শুটিংয়ের জন্য অ্যাকশনের সময় তারকাদের হাতে কিছু খালি বন্ধুক দেওয়া হত। সেই সময় একটি বন্দুক অ্যাকশন পরিচালক ভিকু বর্মার কাছ থেকে আদায় করেছিলেন সালমান। সেই সময়ে একটি পার্টির শুটিং চলছিল সেটে, প্রচুর লোক ছিল সেখানে। সালমান সেইসময় শাহরুখকে গিয়ে বলেন, সালমান যখন শাহরুখকে নাচের কথা বলবে তখনই সে মানা করবে। তাদের মধ্যে সেই সময় একটা হাতাহাতি হবে। খালি বন্দুক দিয়ে সালমান গুলি করবে শাহরুখকে এবং সে মাটিতে লুটিয়ে পড়বে।