Salman Khan: ফের এলো খুনের হুমকি, এই দিনই মরবেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান!

Salman Khan: আবারো খুনের হুমকি ভাইজানকে, জানিয়ে দেওয়া হলো মৃত্যুর দিনক্ষণ। বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। বর্তমানে ব্যক্তিগত জীবন ভালো যাচ্ছে না অভিনেতার। ক্রমাগত মারার হুমকি দেওয়া হচ্ছে অভিনেতা সলমন খানকে। সম্প্রতি আবারো তাঁকে মারার হুমকি দেওয়া হলো। তবে এবার জানিয়ে দেওয়া হলো তাঁর মৃত্যুর দিনক্ষণ। প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অভিনেতা সলমন খানের পিছনে পড়ে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার। গতমাসেই গ্যাংস্টার গোল্ডি ব্রারের তরফ থেকে একটি ইমেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল ভাইজানকে।
তবে সম্প্রতি এবার মারার দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো অভিনেতাকে। সূত্রের খবর জানা গিয়েছে, গত সোমবার (Monday) রাতে মুম্বাইয়ের পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন কল আসে। আর সেই ফোন কলে এক ব্যক্তি নিজেকে ‘গোশালা রক্ষক রকি ভাই’-এর পরিচয় দিয়ে অভিনেতা সলমন (Salman)-কে মারার হুমকি দেন। ফোন করে পুলিশকে বলেন, আগামী ৩০ এপ্রিল খুন করা হবে সলমনকে। আর এই কথাটা যেন তারা অভিনেতাকে জানিয়ে দেয়।
পুলিশ সূত্রে খবর, রাজস্থান (Rajasthan)-এর যোধপুর (Jodhpur) থেকে এই ফোন কলটি এসেছিল। তবে এই খবর পেয়ে তৎক্ষণাৎ স্পটে নামেন পুলিশ। তবে রাজস্থান পর্যন্ত যেতে হয়নি, তার আগেই থানের শাহাপুর (Sahapur) থেকে এক নাবালককে গ্রেফতার করে পুলিশ। খবর রয়েছে ওই ১৬ বছর বয়সী নাবালক রাজস্থানের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, যে ব্যক্তি ফোন করেছিলেন তিনিও একজন নাবালক। ফলে এই ফোন কলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। তবে এই বিষয়টা নিয়ে অত চিন্তিত নন ভাইজান।
Salman Khan: ক্যামেরা দেখে প্যান্টের পকেটে কাঁচের বোতল লুকালেন সালমান খান, ঘনীভূত গভীর রহস্য!
কিন্তু অন্যদিকে এই খবর পেয়ে দুশ্চিন্তায় রয়েছে সলমন খান (Salman Khan)-এর বাবা সেলিম খান। তবে বর্তমান সময়ে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে অভিনেতা সলমন। তিনি Y+ ক্যাটাগরির নিরাপত্তা পান। এছাড়াও তিনি একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। এর পাশাপাশি নিজেকে রক্ষা করার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতিও পেয়েছেন তিনি। অন্যদিকে চলতি বছরের ঈদে মুক্তি পেতে চলেছে অভিনেতার ‘কিসি কি ভাই কিসি কা জান’ (Kisi Ki Bhai Kisi Ka Jan) ছবি। এই ছবির ট্রেলার লঞ্চেও তাঁকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।