বলিউডের এই অভিনেতার দৌলতেই ভাঙতে বসা প্রেম জুড়েছিল বিরাট-অনুষ্কার!

Advertisement

বলিউড এবং ক্রিকেটের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা আমরা সকলেই জানি। একাধিক বলিউড তারকা-বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিকেট তারকাদের সাথে। যার মধ্যে অন্যতম জুটি হলেন ‘বিরুষ্কা’। একজন বলিউডের নাম করা অভিনেত্রী অন্যজন ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে চুটিয়ে সংসার করছেন তারা। তবে কীভাবে পরিচয় হয়েছিল বিরাট এবং অনুষ্কার?

Advertisements

আজ আমরা সেই সম্পর্কেই আলোচনা করবো এই প্রতিবেদনে। আসলে বেশ কিছু বছর আগে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন তারা। বিরাট যখন জানতে পেরেছিলেন তাকে অনুষ্কার সাথে শ্যুট করতে হবে তখন রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন তিনি। কারণ, তিনি অভিনয় সম্পর্কে কিছুই জানতেন না। পরিস্থিতিকে সহজ করে তোলার জন্য তিনি অনুষ্কার সাথে মজা করে বেশ কিছু কথা বলেছিলেন।

Advertisements

সেখান থেকেই শুরু বন্ধুত্বের, এরপর ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গভীর হয়। একটি ক্রিকেট ম্যাচে বিরাটের হয়ে চিৎকার করতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। আরো একটি ম্যাচে গ্যালারিতে বসে থাকা অনুষ্কার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছিলেন বিরাট। যার ফলে তাদের সম্পর্কের কথা স্পষ্ট হয়েছে সকলের কাছে। অনুষ্কা প্রযোজনা শুরু করার পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন বিরাট।

যদিও মাঝখানে শোনা যায় তাদের সম্পর্কে ভাঙন ধরেছে। তবে পরে শোনা যায় সলমন খানের দৌলতে নাকি তাদের সম্পর্ক আবার ঠিক হয়ে গিয়েছে। এরপর হঠাৎ করেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বর্তমানে কন্যা সন্তান ভামিকাকে নিয়ে সুখে সংসার করছেন এই জুটি। যদিও তার মাঝেও তাদের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন উঠেছে। তবে সেসবকে কখনোই পাত্তা দেননি তারা।

Related Articles