Rashmika Mandanna: দুই সন্তানের বাবার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকা! পরিচয় জানলে চমকে যাবেন

Rashmika Mandanna: জাতীয় ক্রাশেরও রয়েছে ভালো লাগার মানুষ, কে সেই ব্যক্তি? দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। যিনি ন্যাশনাল জাতীয় ক্রাশ হিসেবে পরিচিত। তবে জানেন কি এই ক্রাশের মনে রয়েছে এক পুরুষের বসবাস। যিনি দুই সন্তানের বাবা। কে সেই ব্যক্তি?
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় রশ্মিকা। যার ২০২২ সালের ‘পুষ্পা’ (Pushpa) ছবি দর্শকদের মনে বেশ রশ্মিকার ফেলেছে। ‘পুষ্পা’ ছবির ‘সামি সামি’ (Sami Sami) গানে রশ্মিকার হুক স্টেপ পাগল করেছে নেটজনতাকে। যা আজও সকলের মনে গেঁথে রয়েছে।
তিনি হয়ে উঠেছেন জাতীয় ক্রাশ। তবে জানেন কি এই জাতীয় ক্রাশের হৃদয়ে জায়গা নিয়েছিলেন এক অভিনেতা? যিনি দুই সন্তানের বাবা। এমনকি অভিনেত্রী তাঁর কথা আকার-ইঙ্গিতে বহুবার বহু জায়গায় প্রকাশও করেছেন। নাম শুনলে চমকে উঠবেন আপনিও?
Kajol Devgan: বিদেশী এই ছেলের সঙ্গে রাত কাটাচ্ছেন নাইসা! ফাঁস হল ছবিhttps://www.sangbadsafar.com/entertrainment/kajols-daughter-nysa-spending-the-night-with-this-boy/?preview_id=51530&preview_nonce=e3b95dc385&_thumbnail_id=51541&preview=true
কে সেই ব্যক্তি? জানা গিয়েছে ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মন্দানার জীবনেও রয়েছে তাঁর ক্রাশ। অভিনেত্রী এই ক্রাশ হলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির বিখ্যাত রাজ ফিল্ম ‘মাস্টার’-এর নায়ক বিজয় (Bijay)। যার সঙ্গে অভিনেত্রী তাঁর স্বপ্নের চরিত্রে অভিনয় করতে চান। একাধিক অনুষ্ঠানে অভিনেত্রী এটি বারবার প্রমাণ করেছেন।
আকার-ইঙ্গিতে তিনি নাম না নিয়ে বারবার সেই ব্যক্তিকে সকলের সামনে উপস্থাপন করেছেন। এমনকি ‘ভীষ্ম’ (Vishma) ছবির প্রচারেও ইঙ্গিতে একথা বলেছিলেন রশ্মিকা (Rashmika)। এছাড়াও সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি তামিল সংস্কৃতি পছন্দ করেন। তিনি তামিল ছেলেকে বিয়ে করতে চান। তবে অভিনেত্রীর রূপ সৌন্দর্যে পাগল সকল পুরুষ। তাঁর হাসিতে ঘায়েল হয় সকল নেটজনতা।