হাঁটুর বয়সী চ্যাংড়া যুবকের সঙ্গে এমন কাজ করলেন রানু মণ্ডল! রেগে আগুন নেটিজেনরা
রানু মন্ডলকে চেনেন না এমন কেউ ভূভারতে নেই। হঠাৎ করে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। প্রথম দিকে রানাঘাট স্টেশনে ভিক্ষাবৃত্তি করতেন রানু। তার গানের একটি ভিডিও একদিন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপর সুখের দিন ঘনিয়ে আসে তার। ক্যামেরার সামনে, আলো ঝলমলে জগতে প্রবেশ ঘটে রানুর৷
এই কাহিনি সকলেই জানেন। হঠাৎ করে পরিচিতি পেয়ে তার অহঙ্কার যে কয়েকগুণ বেড়ে যায় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ এরপর তার কিছু মানসিক সমস্যার জন্য তার সঙ্গে কেউ কথা বললে তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন রানু মন্ডল। ধীরে ধীরে জনপ্রিয়তা হ্রাস পেতে শুরু করে তার। মানুষ তাকে অপছন্দ করতে শুরু করে।
হঠাৎ করে পাওয়া জনপ্রিয়তার চাদর যেনো সরে যায় রানু মন্ডলের চারিপাশ থেকে।এরপর শুরু হয় তার দুঃখের জীবন। বর্তমানে তিনি তার রানাঘাটের বাড়িতেই থাকেন। সেখানে মাঝেমধ্যে হাজির হন নানান ইউটিউবার। নিজেদের চ্যানেলের ভিডিও তৈরি করার জন্য রানু মন্ডলের সঙ্গে তারা নানান রকমভাবে সময় কাটান। এরপরই তাদের আর খোঁজ পাওয়া যায় না।
তেমনই সম্প্রতি এক ইউটিউবার রানু মন্ডলের বাড়িতে হাজির হন। এরপর দু’চোখে প্রেমের নেশা গানে খোলা আকাশের নীচে নাচ করেন রানু মন্ডলের সঙ্গে। কিন্তু নেট দুনিয়ার অনেকেই এই ভিডিও দেখে তীব্র নিন্দা করেছেন। তাদের মতে একজন প্রায় মানসিক ভারসাম্যহীন মানুষের সঙ্গে শুধু ভিউজের জন্য এমন ভিডিও বানানো উচিত হয়নি বলেন তার