বিনোদনভাইরাল ভিডিও

ট্রান্সপারেন্ট পোশাকে উপচে পড়ছে বাঁধভাঙা যৌবন, বোল্ড লুকে পুরুষ ভক্তদের হার্টবিট বাড়ালেন পূজা

পূজা ব্যানার্জীকে (Puja Banerjee) চেনেন না এমন কেউ নেই। কারণ টলিউডে সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও মুম্বাইতে হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন তিনি। বর্তমানে পূজা ৩৬ বছর বয়সে পদার্পণ করলেন। কিন্তু তাকে দেখে তা বোঝার উপায় নেই। ইতিমধ্যে নিজের হটনেসে ঘুম উড়িয়েছেন অনুগামীদের।

ইনস্টাগ্রামে নানান ফটেশ্যুটের ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিতে তার শরীরী উন্মাদনা সকলকে বারবার চমকে দেয়।সোশ্যাল মিডিয়ায় রয়েছে মিলিয়ন ফলোয়ার। পশ্চিমী হোক কিংবা ভারতীয় সবরকম পোশাকে নিজেকে সাবলীলভাবে সকলের সাজনে তুলে ধরেন পূজা।

সম্প্রতি ভাইরাল হল তার ফটোশ্যুটের ছবি। যা দেখে ঘাম ঝড়েছে নেট দুনিয়ার অনেকের। এবার ট্রান্সপারেন্ট পোশাকে সকলের নজর কাড়লেন অভিনেত্রী। ভাইরাল হওয়া ছবিতে পূজাকে দেখা গিয়েছে হাই থাই স্লিট নেটের পোশাকে। এর মাধ্যমে ফর্সা উরু উন্মুক্ত হয়ে রয়েছে। পোশাকটি ট্রান্সপারেন্ট হওয়ার ফলে পূজার শরীরী ভাজ স্পষ্ট।

নিজের জন্মদিনে সবািকে ধন্যবাদ জানানোর মধ্যে দিয়ে ছবিটি পোস্ট করেন অভিনেত্রী। খোলা চুলে, ন্যুড মেকাপে নিজেকে সৌন্দর্য্যের শীর্ষস্থানে নিয়ে গিয়েছেন তিনি। কিছুদিন আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে সেটি কি ছবি তা জানা যায়নি।