Puja Banerjee: লাল ফিনফিনে শাড়ির ফাঁকে চকচকে ফর্সা শরীর, এমন লুকে পুরুষ ভক্তদের মনে ঝড় তুললেন পূজা

Advertisement

Puja Banerjee: সম্প্রতি এবার লাল শাড়িতে হাতছানি দিয়ে ডাকলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি! যা দেখে রীতিমতো ঝড় উঠেছে পুরুষ অনুরাগীদের বুকে। কথাতেই আছে ‘শাড়িতেই নারী’, যার প্রমাণ আমরা পেয়েছি বারবার। কারণ, অন্যান্য পোশাকের থেকে শাড়িতেই বেশি সুন্দরী লাগে মহিলাদের। সেই মতো বিভিন্ন অভিনেত্রীরা বিভিন্ন শাড়িতে তুলে ধরেন নিজেদের।

Advertisements

সেরকমই এবার লাল শাড়িতে দেখা গিয়েছে পূজাকে। আসলে বর্তমানে তাকে পর্দায় খুব বেশি না দেখা গেলেও সোশ্যাল মিডিয়াতে ভীষণই সক্রিয় থাকেন তিনি। যেখানে নিত্যদিন বিভিন্ন ফটোশ্যুটে অংশগ্রহণ করেন। সেরকমই একটি রিল ভিডিও সম্প্রতি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখার পর প্রশংসায় পঞ্চমুখ সকলে।

Advertisements

ভিডিওর শুরুতে দেখা যায় সিঁথিতে সিদুর এবং কপালে লাল টিপ পরছেন তিনি। এরপর কানের দুল পরে শাড়ির আঁচল ঠিক করছেন। এরপরই বিভিন্ন ভঙ্গিমায় দেখা যায় তাকে। কখনো সারা বাড়ি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। আবার কখনো দরজার সামনে গিয়ে দাঁড়াচ্ছেন। শেষে আবার হাতছানি দিয়েও ডাকতেও দেখা যায় তাকে।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

তাকে এই অবতার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। কারণ, লাল রঙের সেই শাড়িটি তাকে ভীষণই লাস্যময়ী করে তুলেছিল। পাশাপাশি তার আবেদনময়ী ভঙ্গিমা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তাইতো পোস্ট করতেই নিমেষে ভাইরাল সেই ভিডিও। যেখানে নানারকম প্রশংসাসূচক মন্তব্য করেছেন নেটিজেনরা।

Related Articles