বিনোদনভাইরাল ভিডিও

Tum Tum, নীল সমুদ্র সৈকতের ধারে দুর্দান্ত নাচ রুদ্রজিৎ-প্রমিতার, ভাইরাল ভিডিও

ছোটো পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’-তে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রমিতা (Pramita Chakraborty) ও রুদ্রজিৎ (Rudrajit Mukherjee)-কে। সেই ধারাবাহিকে জুটি হিসেবে অভিনয় করার পর তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। এরপর ভালোবাসার কথা জানাতে আর দেরি করেননি। গত ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারী ভালোবাসার দিনে পুরুলিয়ায় গাঁটছড়া বাঁধেন তারা দু’জন।

পর্দা থেকে বাস্তবে এক হতে বেশি সময় লাগেনি। দেখতে দেখতে কেটে গিয়েছে দুই বছর। তাদের জুটি মানুষের কাছে বেশ পছন্দের। রুদ্রজিৎ ও প্রমিতা একে অপরের পরিপূরক। তাই তাদের সোশ্যাল মিডিয়ায় নিজেদের নানান ছবিও পোস্ট করতে দেখা যায়। কখনও সমুদ্র সৈকতে আবার কখনও পাহাড়ের ঢালে রিলস্ ভিডিও বানাতে ভোলেন না তারা। নিজেদের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাদের।

সম্প্রতি সমুদ্র সৈকতে জনপ্রিয় গান ‘তুম তুম’-এ পা মেলালেন তারা। বর্তমানে ছুটির মুডে রয়েছেন তারকা দম্পতি। ভাইরাল ভিডিওতে প্রমিতার পরনে রয়েছে হলুদ রং-এর টপ ও নীল রং-এর স্কার্ট। রুদ্রজিৎ-এর পরনে দেখা গিয়েছে শার্ট ও প্যান্ট। সোশ্যাল মিডিয়ায় তারা বেশ সক্রিয় হওয়ায় তাদের ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে যায়।

দেখতে দেখতে দুই বছরের বিবাহিত জীবন কাটিয়ে ফেললেন তারা। দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনটি স্পেশাল করে তুলতে ছুটি নিয়েছেন তারা কাজ থেকে। আর সেখান থেকেই নানান ঘুরতে যাওয়ার ভিডিও ও ছবি শেয়ার করছেন সোশ্যাল হ্যান্ডেলে।